ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

বিশ্বজুড়ে শেয়ারবাজার চাঙা

২০২৪ এপ্রিল ২৫ ১২:০৭:০৮
বিশ্বজুড়ে শেয়ারবাজার চাঙা

আন্তর্জাতিক ডেস্ক : বেশ কয়েকদিন ধরেই দেশের শেয়ারবাজারে বিরাজ করছে মন্দা ভাব। এরমধ্যে বিশ্বজুড়ে চাঙা হয়েছে শেয়ারবাজার। গতকাল বুধবার (২৪ এপ্রিল) গোটা বিশ্বে প্রযুক্তি জায়ান্টগুলোর আয় বেড়েছে। ফলে বিশ্বব্যাপী শেয়ারবাজারে প্রাণ সঞ্চার ঘটেছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, বাজারে নতুন মডেল আনার প্রতিশ্রুতি দিয়েছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। এই খবরে যুক্তরাষ্ট্রের বহুজাতিক কোম্পানিটির শেয়ার মূল্য বৃদ্ধি পেয়েছে।

এছাড়া দেশটির অন্যান্য টেক জায়ান্টেরও আয় বেড়েছে। এশিয়ায় প্রযুক্তি খাতের শেয়ারদর ঊর্ধ্বমুখী হয়েছে। ইউরোপের মার্কেটেও একই চিত্র দেখা গেছে।

যার সার্বিক প্রভাব পড়েছে সারা বিশ্বের শেয়ারবাজারে। এই প্রেক্ষাপটে আলোচ্য কার্যদিবসে ইউরোপের ব্রড স্টোকস ৬০০ সূচক ঊর্ধ্বমুখী হয়েছে ০.০২ শতাংশ। ওয়াফার মেকার এএসএম ইন্টারন্যাশনালের শেয়ার মূল্য বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ।

এদিন ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান রোচের শেয়ার দরও ঊর্ধ্বগামী হয়েছে। একই দিনে নাসডাকের শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে ০.৬৫ শতাংশ। তবে বিলাস দ্রব্য তৈরিকারক প্রতিষ্ঠান কেরিংয়ের শেয়ারের দরপতন ঘটেছে। ২০১৭ সালের পর যা সর্বনিম্ন।

লোমবার্ড ওডিয়েরের প্রধান অর্থনীতিবিদ স্যামি ছার বলেন, চলতি সপ্তাহে সারা বিশ্বে শেয়ারবাজারে আয় ঊর্ধ্বগামী হয়েছে। কারণ, এসময়ে ভূ-রাজনৈতিক সংকট কিছুটা হলেও এড়িয়ে যাওয়া গেছে। গত দুই সপ্তাহে স্টক মার্কেটে যা নেতিবাচক প্রভাব ফেলেছিল।

গত শুক্রবার প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ২৩১৭ ডলার। সেই এখন পর্যন্ত নিরাপদ আশ্রয় ধাতুটির দর কমেছে ৪ শতাংশেরও বেশি।

এসময়ে প্রযুক্তি জায়ান্ট মেটা প্লাটফর্ম, অ্যালফাবেট (গুগল) এবং মাইক্রোসফটের বাজারে সুবাতাস লেগেছে। সেগুলোরও আয় বৃদ্ধির প্রত্যাশা করা হচ্ছে।

শেয়ারনিউজ, ২৫ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে