ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
Sharenews24

বড় পতনের দিনেও স্বস্তিতে ৯ কোম্পানির বিনিয়োগকারীরা

২০২৪ এপ্রিল ২৩ ১৮:৫৭:৪৯
বড় পতনের দিনেও স্বস্তিতে ৯ কোম্পানির বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক : ফের পতনের দিকে টার্ন নিয়েছে দেশের শেয়ারবাজার। সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার দেশের শেয়ারবাজারে কিছুটা উত্থান দেখা গেছে। ফলে কিছুটা আশার আলো দেখতে পেয়েছে বিনিয়োগকারীরা। কিন্তু হঠাৎ করেই আজ আবার শেয়ারবাজারে উত্থানের ছন্দপতন হয়েছে। যদিও বাজারকে স্বাভাবিক ও গতিশীল রাখতে নিয়ন্ত্রক সংস্থা সুশাসনের পাশাপাশি বেশ কিছু নতুন উদ্যোগ নিয়েছে।

সপ্তাহের তৃতীয় কর্মদিবস আজ মঙ্গলবার দেশের শেয়ারবাজারে পতন দেখা গেছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সুচক কমেছে সোয়া ৪১ পয়েন্ট। সূচকের এমন পতনের দিনেও স্বস্তিতে রয়েছে ৯ কোম্পানির বিনিয়োগকারীরা। স্টকনাও সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- বিডি থাই ফুড, ওরিয়ন ইনফিউশন, তাওফিকা ফুডস, এশিয়াটিক ল্যাবরেটরিজ, মালেক স্পিনিং, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, স্যালভো কেমিক্যাল, ফার্মা এইডস এবং আফতাব অটোমোবাইলস লিমিটেড।

আজ কোম্পানিগুলোর শেয়ার দর ৪ শতাংশ থেকে প্রায় পৌনে ১০ শতাংশ পর্যান্ত বেড়েছে। ফলে স্বস্তিতে রয়েছে কোম্পানিগুলোর বিনিয়োগকারীরা।

কোম্পানিগুলোর মধ্যে বিডি থাই ফুডের শেয়ার দর বেড়েছে ৯.৭৯ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৭.৪৯ শতাংশ, তাওফিকা ফুডসের ৬.৯৩ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজের ৬.১০ শতাংশ, মালেক স্পিনিংয়ের ৫.৯২ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট দর বেড়েছে ৪.৬৪ শতাংশ, স্যালভো কেমিক্যালের ৪.২০ শতাংশ, ফার্মা এইডসের ৪.১৭ শতাংশ এবং আফতাব অটোমোবাইলস লিমিটেডের ৪.০২ শতাংশ।

শেয়ারনিউজ, ২৩ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে