ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫
Sharenews24

শেয়ারবাজার এখন কিছু বিনিয়োগকারীর ট্রাম্প কার্ড!

২০২৪ এপ্রিল ২১ ১৪:৩৩:১২
শেয়ারবাজার এখন কিছু বিনিয়োগকারীর ট্রাম্প কার্ড!

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২১ এপ্রিল) দিনের শুরু হয়েছিল বড় উত্থান প্রবণতা দিয়ে। কিন্তু সেই উত্থান পরে বড় পতনে রূপ নেয়। যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত থাকে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ লেনদেন শুরু হয়েছিল উত্থান প্রবণতা দিয়ে। দিনের শুরুতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ২৫ পয়েন্ট বেড়ে লেনদেন হয়। এরপর গতানুগতিক ধারায় পতনে রূপ নেয়। লেনদেনের আধা ঘন্টার মধ্যেই ডিএসইর সূচক আগের দিনের চেয়ে ৩১ পয়েন্ট কমে যায়।

এরপর আবার বাজার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। বেলা সাড় ১১টায় সূচক আগের দিনের চেয়ে ৮ পয়েন্টের বেশি উঠে লেনদেন হয়। তারপর আবারও পতন। এরপর ওঠা-নামার মধ্যে চলে লেনদেন। লেনদেনের শেষ পর্যায়ে ডিএসইর সূচক ৪২ পয়েন্ট পড়ে যায়। যা অ্যাডজাস্টমেন্টের পর প্রায় ৩৩ পয়েন্টে স্থির হয়।

বাজার বিশ্লেষকরা বাজার নিয়ে এখন আর কোনো কথা বলতে চান না। কারণ বাজার এখন কোনো নিয়মের মধ্যে চলছে না। তাদের অভিযোগ, বাজার এখন বড় কিছু বিনিয়োগকারী ও প্রাতিষ্ঠানিক কিছু বিনিয়োগকারীদের ট্রাম্প কার্ডে পরিণত হয়েছে। যাদের ওপর নিয়ন্ত্রক সংস্থার কর্তাব্যক্তিদেরও নিয়ন্ত্রণ নেই। তারা যখন চাইবে, তখনই বাজার ঘুরবে।

তবে বাজারের একটি অংশ মনে করছেন, আগামীকাল থেকেই বাজার ঘুরে দাঁড়াবে। আজকেই ছিল বাজার পতনের সর্বশেষ দিন।

রোববারের বাজার পর্যালোচনা

সপ্তাহের প্রথম কর্মদিবস আজ রোববার (২১ এপ্রিল) ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ৩২.৯৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬৫৩ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ৮.০১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৩৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৮২ পয়েন্টে।

আজ ডিএসইতে ৪৭৮ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৫২২ কোটি ৫১ লাখ টাকার। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে ৪৪ কোটি ২৮ লাখ টাকা।

আজ ডিএসইতে ৩৯৩টি প্রতিষ্ঠানের ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ২৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৭ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১৮ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

আজ সিএসইতে ২১৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩২টির, কমেছে ১৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টি প্রতিষ্ঠানের।

আগের দিন সিএসইতে ২১১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার মধ্যে দর বেড়েছিল ৩৬টির, কমেছিল ১৫৭টির এবং অপরিবর্তিত ছিল ১৮টি প্রতিষ্ঠানের।

শেয়ারনিউজ, ২১ এপ্রিল ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে