ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
Sharenews24

কোম্পানি সচিব নিয়োগ দিল রিং সাইন টেক্সটাইলস

২০২৪ এপ্রিল ১৭ ২১:৩৬:০০
কোম্পানি সচিব নিয়োগ দিল রিং সাইন টেক্সটাইলস

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারের বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি রিং সাইন টেক্সটাইলস লিমিটেডে সচিব নিয়োগ দেওয়া হয়েছে। কোম্পানিটির নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মশিউর রহমান। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিটি জানিয়েছে, পরিচালনা পর্ষদের সদস্যদের সম্মতিক্রমে মো. মশিউর রহমানকে কোম্পানি সচিব ও জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে রিং সাইন টেক্সটাইলসের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান অবসরপ্রাপ্ত জেলা জজ এ কে এম শহীদুল ইসলাম। তিনি চলতি বছরের গত ১৮ ফেব্রুয়ারি কোম্পানিটির চেয়ারম্যান হিসেবে কাজে যোগ দেন।

প্রসঙ্গত, রিং সাইন টেক্সটাইল লিমিটেড ২০১৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরিতে অবস্থান করছে।

জানুয়ারি পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুসারে, রিং সাইন টেক্সটাইলের মোট শেয়ার ৫০ কোটি ৩ লাখ ১৩ হাজার ৪৩টি। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ২১.৩২ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১২.৫৬ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ৬.৭৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫৯.৩৩ শতাংশ শেয়ার রয়েছে।

শেয়ারনিউজ, ১৭ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে