ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫
Sharenews24

সিলেট বঙ্গবন্ধু হাইটেক পার্কে জমি লিজ নিচ্ছে এডিএন টেলিকম

২০২৪ এপ্রিল ১৭ ১৯:২৪:৫৫
সিলেট বঙ্গবন্ধু হাইটেক পার্কে জমি লিজ নিচ্ছে এডিএন টেলিকম

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এডিএন টেলিকম লিমিটেড আন্তর্জাতিক মানের উৎপাদন কেন্দ্র গড়ে তোলার লক্ষে সিলেটের বঙ্গবন্ধু হাই-টেক পার্কে ১.৭৫৩ একর বা ৭ হাজার ৯৫ বর্গমিটারের জমি লিজ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিটি জানিয়েছে, ৪০ বছরের জন্য লিজের মাধ্যমে কোম্পানিটিকে এই ভূমি ব্যবহারের অনুমোদন দিয়েছে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (বিএসটিপিএ)। যার প্রতি স্কয়ার মিটার যায়গার জন্য বছরে ১.৫০ মার্কিন ডলার ভাড়া হিসেবে দিতে হবে কোম্পানিকে। অর্থাৎ বরাদ্দকৃত এই জমির ভাড়া হিসেবে প্রতি বছর ১০ হাজার ৬৪২.৫০ মার্কিন ডলার বা প্রায় ১১ লাখ ৭০ হাজার ৬৭৫ টাকা (ডলারের প্রতি ১১০ টাকা করে ধরে) হাই-টেক পার্ক কর্তৃপক্ষকে দিতে হবে।

তবে এই ভাড়ার পরিমাণ অপরিবর্তিত থাকবে প্রথম ১০ বছর। এর পর থেকে প্রতি ৩ বছর পর পর ভাড়ার পরিমাণ সর্বোচ্চ ১০ শতাংশ হারে বৃদ্ধি পাবে।

শেয়ারনিউজ, ১৭ এপ্রিল ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে