ঢাকা, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
Sharenews24

বদলে গেল ব্যাংক এশিয়ার নাম

২০২৪ এপ্রিল ১৭ ১৫:২৭:১৭
বদলে গেল ব্যাংক এশিয়ার নাম

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া লিমিটেডের নাম পরিবর্তন করে ‘ব্যাংক এশিয়া পিএলসি’ করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার জানানো হয়, কোম্পানি আইন ১৯৯৪ এর ১১ক(ক) ধারার বিধান অনুসারে ১৬ এপ্রিল থেকে দেশের তফসিলি ব্যাংকগুলোর তালিকায় 'ব্যাংক এশিয়া লিমিটেড’ এর নাম পরিবর্তন করে 'ব্যাংক এশিয়া পিএলসি’ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশোধিত কোম্পানি আইন ২০২০-এ সীমিতদায় কোম্পানি শনাক্তকরণ সংক্রান্ত ১১ ক ধারা নতুন করে যুক্ত করা হয়। নতুন ধারায় ‘সীমিতদায় পাবলিক কোম্পানির ক্ষেত্রে নামের শেষে পাবলিক সীমিতদায় কোম্পানি বা পিএলসি লেখা বাধ্যতামূলক করা হয়েছে। ব্যাংক কোম্পানিগুলোর নামের শেষেও পিএলসি যুক্ত করতে কোম্পানির নাম ও সংঘস্মারক পরিবর্তন করতে হবে। এজন্য ব্যাংক এশিয়ার নাম পরিবর্তিত করে ব্যাংক এশিয়া পিএলসি করা হয়েছে।

তবে ব্যাংকটির অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে।

শেয়ারনিউজ, ১৭ এপ্রিল ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে