ঢাকা, বুধবার, ১৩ আগস্ট ২০২৫
Sharenews24

বড় উত্থানেও স্বস্তি নেই ১৬ কোম্পানির বিনিয়োগকারীদের

২০২৪ মার্চ ৩১ ১৬:৩৭:১৫
বড় উত্থানেও স্বস্তি নেই ১৬ কোম্পানির বিনিয়োগকারীদের

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কর্মদিবস আজ রোববার (৩১ মার্চ) শেয়ারবাজারে বড় উত্থান দেখা গেছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক বেড়েছে ৫১ পয়েন্টের বেশি। সূচকের এমন বড় উত্থানের দিনেও স্বস্তি নেই ১৬ কোম্পানির বিনিয়োগকারীদের।

এদিন কোম্পানিগুলোর শেয়ার দর কমেছে ৫ থেকে ২ শতাংশ পর্যন্ত। যে কারণে এমন বড় উত্থানের দিনেও স্বস্তিতে নেই কোম্পানিগুলোর বিনিয়োগকারীরা।

কোম্পানিগুলো হলো- এশিয়াটিক ল্যাবরেটরিজ, রেকিট বেনকিজার, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, ফার্স্ট ফাইন্যান্স, উত্তরা ফাইন্যান্স, কেয়া কসমেটিকস, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ড, নিটল ইন্সুরেন্স, ফ্যামিলিটেক বিডি, রূপালী লাইফ ইন্সুরেন্স, আরামিট লিমিটেড, জাহিন স্পিনিং, গোল্ডেন সন, এক্সিম ব্যাংক, পিপলস লিজিং এবং প্রিমিয়ার লিজিং ফাইন্যান্স লিমিটেড।

কোম্পানিগুলোর মধ্যে এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ার ও ইউনিট দর কমেছে ৫.১৯ শতাংশ, রেকিট বেনকিজারের ৪.৯৬ শতাংশ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সের ৪.৪৮ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ৪.৪৪ শতাংশ, উত্তরা ফাইন্যান্সের ৩.৮০ শতাংশ, কেয়া কসমেটিকসের ৩.৭৭ শতাংশ, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ড ৩.৬৪ শতাংশ, নিটল ইন্সুরেন্সের ২.৬৫ শতাংশ, ফ্যামিলিটেক বিডির ২.৬৩ শতাংশ, রূপালী লাইফ ইন্সুরেন্সের ২.৪৮ শতাংশ, আরামিট লিমিটেডের ২.৪৬ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ২.৩৮ শতাংশ, গোল্ডেন সনের ২.২৫ শতাংশ, এক্সিম ব্যাংকের ২.১১ শতাংশ, পিপলস লিজিংয়ের ২.০৮ শতাংশ এবং প্রিমিয়ার লিজিং ফাইন্যান্স লিমিটেডের ২.০০ শতাংশ।

শেয়ারনিউজ, ৩১ মার্চ ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে