ঢাকা, বুধবার, ২৮ মে ২০২৫
Sharenews24

একীভূত হচ্ছে শেয়ারবাজারের দুর্বল ৬ ব্যাংক, নিয়ন্ত্রণ করবে সরকার

২০২৫ মে ২৬ ২২:৫০:২৫
একীভূত হচ্ছে শেয়ারবাজারের দুর্বল ৬ ব্যাংক, নিয়ন্ত্রণ করবে সরকার

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের লুটপাট, দুর্নীতি ও অনিয়মের ফলে আর্থিকভাবে দুর্বল হয়ে পড়া ছয়টি বেসরকারি ব্যাংককে একীভূত করে সরকারের নিয়ন্ত্রণে আনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ইতোমধ্যে এসব ব্যাংকের সম্পদ ও আর্থিক অবস্থা পর্যালোচনা সম্পন্ন করেছে নিয়ন্ত্রক সংস্থা।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, আগামী জুলাইয়ের মধ্যে একীভূতকরণের সব কার্যক্রম শেষ করার লক্ষ্য রয়েছে। তিনি বলেন, “এই ছয়টি ব্যাংকের আর্থিক অবস্থার ওপর বিশদ বিশ্লেষণ চালিয়ে দেখা গেছে, বর্তমান পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে প্রাথমিক মালিকানা গ্রহণের মাধ্যমেই ব্যাংকগুলোর ভিত্তি মজবুত করতে হবে।”

গভর্নর আরও জানান, “প্রথমে সরকারি মূলধন দিয়ে ব্যাংকগুলোকে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হবে। আর পরিস্থিতি স্বাভাবিক হলে সম্ভাব্য বিদেশি কৌশলগত বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা শুরু করা হবে।”

একীভূত হওয়া ছয়টি ব্যাংক হলো: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল), গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই ব্যাংকগুলো দীর্ঘদিন ধরে অতিরিক্ত খেলাপি ঋণ, দুর্নীতি, পরিচালনায় দুর্বলতা এবং নিয়ন্ত্রণ নির্দেশনার তোয়াক্কা না করার কারণে ক্রমাগত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বড় অঙ্কের ঋণ বিতরণে অনিয়ম এবং ব্যবস্থাপনায় ঘাটতি থাকায় এই উদ্যোগকে কেন্দ্রীয় ব্যাংক সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছে।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে