ঢাকা, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
Sharenews24

‘আমাদের দেশের লিডারশিপ ভণ্ডামিপূর্ণ’

২০২৫ মার্চ ২৮ ২৩:০০:৩৭
‘আমাদের দেশের লিডারশিপ ভণ্ডামিপূর্ণ’

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, "আমাদের দেশের লিডারশিপ ভণ্ডামিপূর্ণ। লিডারা যেসব কাজ করতে বলেন, তারা নিজেরা তা অনুসরণ করেন না। যারা সার্ভিস প্রোডিউস করেন তারা কখনো সার্ভিসের কনজ্যুমার না।"

শুক্রবার (২৮ মার্চ) বিকেলে দেবিদ্বার উপজেলা পরিষদ হলরুমে দেবিদ্বার পাবলিকিয়ান অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত পুনর্মিলনী ও ইফতার অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, সমাজে আজকাল সুদখোর ও ঘুষখোরের সংখ্যা বেড়ে গেছে। কিছু মানুষের কাজ হচ্ছে সালিশ-দরবার করা, আর কিছু মানুষ থানার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। এমনকি কিছু ব্যক্তি আছেন, যারা স্কুলের ধারে কাছেও যায়নি, কিন্তু তাদের লক্ষ্য হচ্ছে স্কুল কমিটির সভাপতি হওয়া। আসলে তাদের দোষ দিয়ে লাভ নেই; আসলে দোষটা আমাদের। আমরা সচেতনভাবে তাদের প্রতিহত করতে পারি না।

দেবিদ্বারের নেতৃত্ব নিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, দেবিদ্বারে নেতৃত্ব দিচ্ছেন তারা, যারা কখনো এখানে থাকেননি, দেবিদ্বারের অলিগলি চেনেন না, বাজারে আসেননি বা এখানকার শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেননি। তারা দেবিদ্বারের সমস্যাগুলো জানেন না। এমনকি দেবিদ্বারের মাটিতে গড়ে ওঠা নেতৃত্বও আমরা কখনো পাইনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পাবলিকিয়ান অ্যাসোসিয়েশনের সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম আরাফাত, সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম প্রমুখ।

মারুফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে