ঢাকা, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
Sharenews24

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

২০২৫ মার্চ ২৮ ২২:০৩:০১
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: যৌথবাহিনীর অভিযানে বরগুনার পাথরঘাটায় পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি ও বিএনপি নেতা আবুল কালাম গ্রেপ্তার হয়েছেন। এলাকায় তিনি গদি কালাম নামে পরিচিত। প্রবাসী যুবক নাজমুল জমাদ্দারকে উলঙ্গ করে ভিডিও ধারণের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (২৮ মার্চ) রাতের এক অভিযানে পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের পূর্ব লেমুয়া এলাকায় তার নিজ বাড়ি থেকেই তাকে আটক করা হয়।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১৬ মার্চ রাত ১০টার দিকে গদি কালাম ও তার সহযোগীরা নাজমুলকে ধরে একটি আবাসনে নিয়ে যায়। সেখানে একজন নারীর পাশে বসিয়ে জোর করে কাপড় খুলিয়ে তার ভিডিও ধারণ করা হয় এবং মোটা অংকের টাকা চাঁদা দাবিও করা হয়।

নাজমুল কিছু টাকা প্রদান করলেও পুরো টাকা দিতে অক্ষম হলে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। পরে ভুক্তভোগীর মা রানী বেগম ২৮ মার্চ পাথরঘাটা থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেন, যেখানে গদি কালাম প্রধান আসামি হন।

মামলায় অন্যান্য আসামির মধ্যে রয়েছেন মো. আরিফ, মো. লিটন, মো. জিসান, হাসিব পহলান, আব্দুর রাজ্জাক, বেল্লাল পহলান, এবং মো. রাকিবসহ আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি।

ওসি মেহেদী হাসান জানান, গদি কালামের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা হওয়ায় যৌথবাহিনী তাকে গ্রেপ্তার করে এবং পরবর্তীতে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

মারুফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে