ঢাকা, রবিবার, ৩০ মার্চ ২০২৫
Sharenews24

পুত্রবধূর হাত থেকে বাঁচতে শাশুড়ির সংবাদ সম্মেলন

২০২৫ মার্চ ২৮ ১৬:০৬:৪৬
পুত্রবধূর হাত থেকে বাঁচতে শাশুড়ির সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: বাগেরহাটে এক পুত্রবধূর বিরুদ্ধে ৯০ বছর বয়সী শাশুড়িকে নির্যাতনের অভিযোগ উঠেছে। প্রতিবেদন অনুযায়ী, পুত্রবধূটি ননদকে মারধর এবং দেবরকে হত্যার হুমকিও দিয়েছেন।

এসব ঘটনার প্রতিকার চেয়ে শুক্রবার (২৮ মার্চ) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন আহত শাশুড়ি কানন বালা দাস।

তিনি বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বিষখালী গ্রামের সুনীল কুমার দাসের স্ত্রী। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কানন বালার ছেলে জগবন্ধু দাস এবং মেয়ে কৃষ্ণাদাস।

সংবাদ সম্মেলনে জগবন্ধু দাস তার মায়ের পক্ষে লিখিত বক্তব্যে জানান, তার মেজো ভাই বাদল দাস ও তার স্ত্রী দিপা বালা দাস তার বৃদ্ধা মাকেকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তারা এখন মায়ের বসতঘর দখল করার চেষ্টা করছে এবং সম্পত্তি আত্মসাতের জন্য তাকে হত্যারও হুমকি দিচ্ছে।

জগবন্ধু দাস আরও জানান, ২০১০ সালে তার ভাই বাদল দাস পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং ২০১৬ সালে দিপা বালা দাসকে বিয়ে করে। এরপর থেকেই দিপা অসৎ আচরণ শুরু করে।

২০১৮ সালে বাদল ও দিপা স্থানীয় বিনয় দাসের সহায়তায় তার মা কানন বালার ১৩ শতক জমির ২ লাখ টাকার গাছ কেটে বিক্রি করে দেয় এবং ওই জমিতে জোরপূর্বক ঘর নির্মাণ করে।

তিনি উল্লেখ করেন যে, ২০১৫ সালে তিনি এবং তার বড় ভাই ডা. বিষ্ণু দাস ১৬ লাখ টাকা খরচ করে মায়ের জন্য একটি ঘর নির্মাণ করেছিলেন।

কিন্তু দিপা তার মা কানন বালাকে জোরপূর্বক ঘর থেকে বের করে সেখানে বসবাস শুরু করে এবং তাদের স্বর্ণালংকার, নগদ টাকা ও ফার্নিচারও নিয়ে যায়।

সংবাদ সম্মেলনে কানন বালা বলেন, দিপার মিথ্যা মামলায় তার ছোট ছেলে জগবন্ধু দাসের চাকরি হারানোর উপক্রম হয়েছে এবং তার অত্যাচারে পরিবার অত্যন্ত শঙ্কিত।

এ অবস্থায় তিনি প্রশাসন, মানবাধিকার সংগঠন ও সাংবাদিক সমাজের কাছে ন্যায়বিচার চাচ্ছেন।

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে