ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

হাওয়া ভবন নিয়ে টিভি সাক্ষাতকারে যা বলেছিলেন তারেক রহমান

২০২৫ মার্চ ২৭ ১১:০৩:০৮
হাওয়া ভবন নিয়ে টিভি সাক্ষাতকারে যা বলেছিলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারেক রহমান, তার জীবনের প্রথম টেলিভিশন সাক্ষাতকারটি দিয়েছিলেন চ্যানেল আইয়ে। তখন তিনি ছিলেন বিএনপির এক নম্বর যুগ্ম মহাসচিব, এবং সঞ্চালকের ভূমিকায় ছিলেন মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। এই সাক্ষাৎকারটি পরিচালনা করেছিলেন ফরিদুর রেজা সাগর এবং শাখ সিরাজ।

তাঁর এই সাক্ষাৎকারে অনেক রাজনৈতিক বিষয় উঠে আসে, বিশেষ করে হাওয়া ভবন সম্পর্কে তার মতামত। প্রশ্নের উত্তরে তারেক রহমান বলেন, "হাওয়া ভবন তৈরি করা হয়নি, আসলে যে বাড়িটি আমরা ভাড়া নিয়েছি, সেই বাড়ির মালিকের স্ত্রীর নাম ছিল হাওয়া, এবং তিনি সম্ভবত লন্ডনে থাকেন।" তিনি আরো জানান, "আমরা ওই বাড়িটিকে দলীয় অফিস হিসেবে ব্যবহার করেছিলাম। এটি নির্বাচনের জন্য একটি কার্যকরী কার্যালয় ছিল।"

তিনি হাওয়া ভবন সম্পর্কে আরও বলেন, "এটি কোন বিকল্প প্রশাসন হিসেবে কাজ করেনি। যারা এসব বলছেন, তারা অজ্ঞতাবশতই বলছেন। এই অফিসে মোট ২৩ জন স্টাফ কাজ করেন, এবং তারা সবাই দলের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ছিলেন।"

রাজনীতিতে আসার কারণ সম্পর্কে তারেক রহমান বলেন, "বিষয়টি অনেকটা পরিস্থিতির সাথে জড়িত ছিল। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময়, দলের নেতাদের চাপেই আমি রাজনীতিতে আসি।" তিনি আরও বলেন, "দলের জন্য আমি যতটুকু সম্ভব কাজ করেছি, এবং নির্বাচন শেষে দলের নেতাকর্মীদের চাপের ফলে আমি দায়িত্ব গ্রহণ করেছি।"

হাওয়া ভবনকে ঘিরে বিতর্কের প্রসঙ্গে তারেক রহমান বলেন, "এটা শুধু একটি নির্বাচনী অফিস ছিল। আমাদের সংগঠন কোনভাবেই এতে কোনো দুর্বলতা বা প্রভাবিত হতে পারে না।"

তিনি ২০০১ সালের নির্বাচনে দলের জন্য কাজ করার কথা উল্লেখ করে বলেন, "আমরা নির্বাচনের প্রস্তুতি নিয়ে কাজ করছি, এবং আমাদের উদ্দেশ্য শুধুমাত্র দলীয় কার্যক্রম সম্পাদন করা।"

তারেক রহমান রাজনীতি ও ব্যবসা সম্পর্কে বলেন, "রাজনীতিতে আসার আগে আমি ব্যবসা করেছিলাম, এবং সেটা ছিল আমার রুজি-রোজগারের পথ।"

এছাড়া, তিনি গ্রামাঞ্চলে মানুষের সঙ্গে যোগাযোগের সময় তাদের যে মন্তব্য শোনেন, তা ছিল মূলত উন্নতির কথা। তারা বলেন, "আমরা ভালো আছি, আরেকটু ভালো হলে ভালো হয়।"

এ সাক্ষাৎকারটি রাজনৈতিক অঙ্গনে অনেক আলোচিত হয়েছে, এবং তারেক রহমানের বক্তব্যে অনেক নতুন দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে