ঢাকা, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
Sharenews24

জ্বালানি উপদেষ্টাকে নিয়ে সাংবাদিকের পোস্ট ভাইরাল

২০২৫ মার্চ ২৬ ২০:০২:৫১
জ্বালানি উপদেষ্টাকে নিয়ে সাংবাদিকের পোস্ট ভাইরাল

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সরকারের জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান নিয়ে একটি ফেসবুক পোস্ট সম্প্রতি ভাইরাল হয়েছে। বেসরকারি টেলিভিশন যমুনার জ্যেষ্ঠ প্রতিবেদক মনিরুল ইসলাম তার ফেসবুক পোস্টে ফাওজুল কবির খানের সাধারণ জীবনযাপন নিয়ে লিখেছেন। তিনি উল্লেখ করেন যে, সরকারী পদে থাকা সত্ত্বেও ফাওজুল কবির খান অত্যন্ত সাধারণ জীবনযাপন করেন, যা অনেকেই প্রশংসা করেছেন।

মনিরুল ইসলাম পোস্টে লেখেন, "ফাওজুল কবির খান (লালবৃত্তে) প্রধান উপদেষ্টার সাথে চীন সফরে গেছেন। সরকারের সবচেয়ে বড় বাজেটের ৫টি মন্ত্রণালয় তার অধীনে—সড়ক পরিবহন, সেতু বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং রেল। তবে, তার লাইফস্টাইল দেখে মনে হচ্ছে, তিনি অনেক বেশি সাধারণ। পুরাতন জামা, পুরাতন গ্যাবাডিং প্যান্ট, কেডস, এবং একটি হ্যান্ড ব্যাগ কাঁধে নিয়েই তিনি পাঁচটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন।"

তিনি আরও লেখেন, "এভাবে জীবনযাপন করা এক নতুন দৃষ্টান্ত সৃষ্টি করেছে, যা দেশের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য একটি ভালো উদাহরণ হতে পারে।"

মনিরুল ইসলাম পোস্টে আরও উল্লেখ করেছেন যে, সাবেক সরকারের এক মন্ত্রীর জঘন্য বিলাসিতা এবং তাদের অপব্যয়ের সমালোচনা করে তিনি সৎ এবং সাধারণ জীবনযাপনের প্রশংসা করেছেন।

এই পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে যায় এবং অনেকেই মন্তব্য করেছেন। অনেক পাঠক ফাওজুল কবির খানের সৎ জীবনযাপনের প্রশংসা করেছেন, যেমন রেজাউল ইসলাম সোহাগ লিখেছেন, "ভালো কাজের এবং সৎ লোকের প্রশংসা করলে তারা আরও ভালো কাজ করার উৎসাহ পান।"

তবে, কিছু নেতিবাচক মন্তব্যও এসেছে। নুর নবী রবী লিখেছেন, "ফাওজুল কবির খান এই সরকারের সবচেয়ে যোগ্য মানুষ।" এবং নিজাম উদ্দিন সুমন তার পোস্টে মন্তব্য করেছেন, "ফাওজুল কবির খান স্যার সন্দ্বীপ-চট্টগ্রাম ফেরী সার্ভিস চালু করেছেন, যা স্বাধীনতার ৫৩ বছরে হয়নি।"

এদিকে, কিছু নেতিবাচক মন্তব্যকারীরা এই বিষয়ে আলাদা মতামত ব্যক্ত করেছেন, তবে অধিকাংশ মন্তব্যেই ফাওজুল কবির খানের সাধারন জীবনযাপন এবং সৎ চরিত্রের প্রশংসা করা হয়েছে।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে