ঢাকা, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
Sharenews24

ঈদে বকশিশের নামে ৮৩২ কোটি টাকা বাড়তি আদায়

২০২৫ মার্চ ২৬ ১৫:২১:৩০
ঈদে বকশিশের নামে ৮৩২ কোটি টাকা বাড়তি আদায়

নিজস্ব প্রতিবেদক: এবার ঈদে বকশিশের নামে যাত্রীদের কাছ থেকে ৮৩২ কোটি ৩০ লাখ টাকা বাড়তি ভাড়া আদায় করছে গণপরিবহন ঘিরে গড়ে ওঠা সিন্ডিকেট।

শুধু ঢাকা ছাড়তেই দেড় কোটি যাত্রীকে এই বিশাল অঙ্কের টাকা দিতে হবে বলে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণ প্রতিবেদনে উঠে এসেছে।

বুধবার (২৬ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানানো হয়।

সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, এবারের ঈদে ঢাকা থেকে প্রায় এক কোটি ৫০ লাখ মানুষ গ্রামের বাড়ি যাওয়ার জন্য বের হবেন। চিকিৎসা, বাজার এবং অন্যান্য প্রয়োজনে গণপরিবহনেও বাড়তি ট্রিপ হবে।

তার মতে, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে যাত্রীদের জন্য একটি শক্তিশালী তদারকি টিম গঠন করার প্রয়োজন রয়েছে।

মোজাম্মেল হক জানান, এবারের ঈদে ৯৮ শতাংশ গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে, যা নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন সংস্থার তৎপরতা থাকা সত্ত্বেও কার্যকর হয়নি।

তিনি আরও বলেন, নৌপথে গণপরিবহন হওয়ার কারণে সবচেয়ে বেশি যাত্রী পরিবহন হবে, প্রায় ৪০ লাখ যাত্রী নৌ-পথে যাবে, যাদের কাছ থেকে যাত্রীপ্রতি গড়ে ৫০০ টাকা বাড়তি ভাড়া আদায় হতে হবে।

এছাড়া, ব্যাটারিচালিত অটোরিকশা, ইজিবাইক ও রিকশায় যাত্রীপ্রতি গড়ে ২০ টাকা বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। ঢাকার বিভিন্ন পরিবহন সার্ভিস, মুক্তিযোদ্ধা পরিবহন, লেগুনা, এবং মাইক্রোবাসে এভাবে বাড়তি ভাড়া আদায় করে যাত্রীরা বিপুল অঙ্কের অর্থ গুনতে বাধ্য হচ্ছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত বক্তারা আরও উল্লেখ করেন, সরকারি-বেসরকারি উড়োজাহাজে ঈদের সময়ে বাড়তি ভাড়ার উৎসব হচ্ছে এবং সাধারণ যাত্রীদের পক্ষে এই অতিরিক্ত ভাড়া দরিদ্র যাত্রীদের জন্য অত্যন্ত সমস্যার সৃষ্টি করছে।

এ পরিস্থিতির মধ্যে সাধারণ যাত্রীদের স্বার্থ রক্ষার জন্য সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

আলীম/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে