ঢাকা, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
Sharenews24

রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

২০২৫ মার্চ ২৬ ১৫:১৪:৪২
রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অতর্কিত হামলায় আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম তালুকদার (৭০) নিহত হয়েছেন। তিনি উপজেলার সরফভাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মীরের খীল গ্রামের বাসিন্দা এবং ওই ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি ছিলেন।

বুধবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

আগের দিন মঙ্গলবার সন্ধ্যায় সরফভাটা ইউনিয়নের মীরেরখীল এলাকায় তার উপর হামলা চালানো হয়েছিল। তখন তিনি বাজারে নিজের দোকানে ছিলেন।

সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী জানান, ওই সময় হঠাৎ করে একদল সন্ত্রাসী নুরুল ইসলামের ওপর হামলা চালায়। তাকে দোকান থেকে বের করে প্রকাশ্যে মারধর ও কুপিয়ে জখম করা হয়।

হামলাকারীরা চলে যাওয়ার পর দীর্ঘ সময় তিনি রাস্তায় পড়ে থাকেন। পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানেই তার মৃত্যু ঘটে।

শেখ ফরিদ উদ্দিন চৌধুরী উল্লেখ করেন, হামলার এক সপ্তাহ আগে সন্ত্রাসীরা নুরুল ইসলামের কাছ থেকে দুই লাখ টাকা চাঁদা দাবি করেছিল।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং এ ঘটনায় জড়িতদের আটক করতে অভিযান চালানো হচ্ছে।

আলীম/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে