ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ছাত্রদলের ছবি নিজেদের বলে প্রচার ছাত্রলীগের

২০২৫ মার্চ ২৬ ১২:২৮:০৮
ছাত্রদলের ছবি নিজেদের বলে প্রচার ছাত্রলীগের

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচির একটি ছবি নিজেদের বলে প্রচার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সম্প্রতি একটি কর্মসূচির অংশ হিসেবে মোমবাতি প্রজ্জ্বলন করে। পরে ওই কর্মসূচির একটি ছবি ছাত্রলীগ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করে নিজেদের কর্মসূচির ছবি হিসেবে দাবি করে।

এ ঘটনায় ছাত্রদল নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন, এটি উদ্দেশ্যপ্রণোদিত এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা। তবে ছাত্রলীগের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সামাজিক মাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। অনেকেই দাবি করছেন, রাজনৈতিক দলগুলোর উচিত নিজেদের কর্মকাণ্ডকে সঠিকভাবে উপস্থাপন করা এবং অন্যদের প্রচারণাকে নিজেদের বলে চালিয়ে না দেওয়া।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে