ঢাকা, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ঐকমত্যের পথে বাঁধা নিয়ে রিজওয়ানা হাসানের চ্যালেঞ্জিং বক্তব্য

২০২৫ মার্চ ২৬ ১০:০৯:৪৬
ঐকমত্যের পথে বাঁধা নিয়ে রিজওয়ানা হাসানের চ্যালেঞ্জিং বক্তব্য

নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সাথে আলাপকালে, অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান মন্তব্য করেছেন, "জনগণকে আস্থায় আনতে হলে, যে সংস্কারগুলো জনগণের উপকারে আসে, সেগুলোর ক্ষেত্রে ঐকমত্যে না পৌঁছানোর কোনো উপায় নেই।"

তিনি বলেন, "গতানুগতিক কিছু চ্যালেঞ্জ তো থাকেই। তবে এখন একটা প্রক্রিয়া শুরু হয়েছে বিভিন্ন সংস্কার বিষয়ে ঐকমত্য গড়ার। এটাকে চ্যালেঞ্জ বলুন বা না বলুন, এটা একটা প্রক্রিয়া তো বটেই।" তিনি আরও যোগ করেন, "আরেকটা বড় বিষয় হচ্ছে, নির্বাচনটা সুষ্ঠুভাবে আয়োজন করা এবং জনগণের প্রত্যাশা পূরণ করা।"

এছাড়া, রিজওয়ানা হাসান উল্লেখ করেন, "জুলাই-আগস্টে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের মতো বর্বরতার সুষ্ঠু বিচার এক গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আমাদের সীমিত সময়ে যদি মানুষের সামনে কিছু বিচারের রায় দিতে পারি, তবে তাদের মধ্যে আস্থা তৈরি হবে যে, এই বর্বরতার বিচার হচ্ছে।"

তিনি বলেন, "আমাদের প্রত্যাশা হলো, জাতীয় স্বার্থে ব্যক্তিগত ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা ঐকমত্যে পৌঁছাব। কিন্তু একেকজন মানুষের দৃষ্টিভঙ্গি আলাদা। সেই দৃষ্টিভঙ্গির তফাতগুলো কমিয়ে এক জায়গায় নিয়ে আসা কিছুটা সময় নিবে।"

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে