ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
Sharenews24

শেখ মুজিবের জন্য দোয়া চেয়ে ওএসডি হলেন সচিব

২০২৫ মার্চ ২৫ ২০:৩৪:৪৮
শেখ মুজিবের জন্য দোয়া চেয়ে ওএসডি হলেন সচিব

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর সিটি করপোরেশনের সচিব নমিতা দে স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় মসজিদে বিশেষ দোয়া আয়োজনের জন্য চিঠি পাঠানোর পর বিতর্কের সৃষ্টি হয়। এই চিঠির কারণে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. রফিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নমিতা দেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।

২০ মার্চ, ২০২৫ তারিখে গাজীপুর সিটি করপোরেশনের সচিব নমিতা দে স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছিল, "আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা, দেশ ও জাতির উন্নতি এবং মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত করার জন্য অনুরোধ জানানো হয়।"

এ চিঠি প্রকাশের পর বিতর্ক শুরু হলে নমিতা দে দাবি করেন, চিঠিটি তার স্বাক্ষরিত ছিল না এবং তার মূল চিঠিতে শুধুমাত্র দেশ ও জাতির উন্নতি এবং শহীদদের স্মরণে মোনাজাতের অনুরোধ ছিল।

এ বিষয়ে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমেদ চৌধুরী জানান, স্বাধীনতা দিবসের চিঠির কারণে নমিতা দেকে ওএসডি করা হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে