ঢাকা, রবিবার, ৩০ মার্চ ২০২৫
Sharenews24

সাইফুজ্জামানের ৭ হাজার কোটি টাকার অবৈধ সম্পত্তির খোঁজ

২০২৫ মার্চ ২৫ ০৯:৩৬:৪০
সাইফুজ্জামানের ৭ হাজার কোটি টাকার অবৈধ সম্পত্তির খোঁজ

নিজস্ব প্রতিবেদক : সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের বিপুল পরিমাণ সম্পত্তি ও টাকা পাচারের তথ্য সম্প্রতি প্রকাশিত হয়েছে। এ তথ্য অনুযায়ী, সাইফুজ্জামানের নামে বা তার পক্ষে বিশ্বব্যাপী মোট সাড়ে ৭ হাজার কোটি টাকার বেশি সম্পত্তি রয়েছে।

তিনটি দেশে তার ৫৭৮টি সম্পত্তি সুনির্দিষ্টভাবে শনাক্ত করা হয়েছে। এসব সম্পত্তির মধ্যে ২২৮টি সংযুক্ত আরব আমিরাতে, ৩৪৩টি যুক্তরাজ্যে এবং ৭টি যুক্তরাষ্ট্রে রয়েছে। এছাড়া সিঙ্গাপুরেও তার সম্পত্তি ও বিনিয়োগের তথ্য পাওয়া গেছে।

বিশ্বব্যাপী সাইফুজ্জামানের এই বিপুল সম্পত্তির মধ্যে বেশিরভাগই বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, হাউজিং প্রকল্প, ট্রেডিং কোম্পানি, এবং হুন্ডি ব্যবসা সংক্রান্ত। এসব সম্পত্তির বিপুল পরিমাণ টাকা পাচারের মাধ্যমে অর্জন করা হয়েছে। এই সম্পত্তিগুলোর মধ্যে অনেকটি তাঁর নামে হলেও বেশ কিছুটা বেনামে রাখা হয়েছে।

বাংলাদেশ সরকার ইতোমধ্যে এই সম্পত্তিগুলোর উদ্ধারের জন্য তিনটি দেশে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট (এমএলএআর) পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে সাইফুজ্জামানের সম্পত্তি উদ্ধারে আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।

এদিকে, সাইফুজ্জামান চৌধুরীর পিতার নামেও লন্ডনে বেশ কিছু ফ্ল্যাট ছিল, যেগুলোও তাঁর পিতার মৃত্যুর পর তিনি দেখাশোনা করছেন। এছাড়া, তার বিরুদ্ধে বিদেশে টাকা পাচারের অভিযোগও রয়েছে।

এ বিষয়ে বাংলাদেশের আর্থিক গোয়েন্দা ইউনিট (বিএফআইইউ) এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা যৌথভাবে কাজ করছে। সাইফুজ্জামানের বিরুদ্ধে তদন্তের একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং তার সাথে জড়িত অর্থ লন্ডারিং চক্রের কার্যক্রম বন্ধ করার চেষ্টা চলছে।

সর্বশেষ, সাইফুজ্জামান চৌধুরী, মন্ত্রী হওয়ার পর অতিমাত্রায় টাকা পাচার করেছেন বলে অভিযোগ উঠেছে। তার সহযোগীদের নামে ইউসিবি ব্যাংক থেকে প্রায় ২ হাজার কোটি টাকা ঋণ নেওয়া হয়েছিল, যার বড় অংশ বিদেশে পাচার করা হয়েছে। বর্তমানে সেই ঋণগুলোর বেশিরভাগই খেলাপি অবস্থায় রয়েছে।

এছাড়া, সাইফুজ্জামান চৌধুরী সম্পর্কে গোয়েন্দা প্রতিবেদন ও বিদেশি গোয়েন্দা তথ্য দুদকে পাঠানো হয়েছে, যাতে তার বিরুদ্ধে আরও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা যায়।

জাহান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে