ঢাকা, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
Sharenews24

আবু সাঈদের পরিবারকে সেনাপ্রধানের আর্থিক সহায়তা

২০২৫ মার্চ ২৪ ২২:১২:১৩
আবু সাঈদের পরিবারকে সেনাপ্রধানের আর্থিক সহায়তা

নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের বাবার কাছে আর্থিক সহায়তা তুলে দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আজ সোমবার (২৪ মার্চ) সেনাসদরে আবু সাঈদের পিতার হাতে এই আর্থিক সহায়তা তুলে দেন তিনি।

এর আগে গত ১৬ জুলাই রংপুরে আন্দোলনের সময় নিরস্ত্র অবস্থায় পুলিশের গুলিতে শহীদ হন আবু সাঈদ। মাতৃভূমির জন্য তার আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে।

সেনাবাহিনীর পক্ষ থেকে শহীদ পরিবার এবং আহতদের পাশে থাকার অঙ্গীকার করেন সেনা প্রধান।

উল্লেখ্য, গত বছরের ১০ ডিসেম্বর আবু সাঈদের পিতা হৃদরোগে আক্রান্ত হলে তাকে জরুরি ভিত্তিতে সেনাবাহিনীর হেলিকপ্টারে রংপুর থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে আসা হয়, যেখানে তিনি উন্নত চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে ওঠেন।

গতকাল রোববার (২৩ মার্চ) জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের সম্মানে অনুষ্ঠিত এক ইফতার মাহফিলে সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে উপস্থিত ছিলেন আবু সাঈদের পিতা।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে