ঢাকা, রবিবার, ৩০ মার্চ ২০২৫
Sharenews24

‘সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র হচ্ছে’

২০২৫ মার্চ ২৪ ২১:৫৪:৪৭
‘সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র হচ্ছে’

নিজস্ব প্রতিবেদক: সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (২৪ মার্চ) দলের মিডিয়া সেলের ইফতার মাহফিল থেকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এমন মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, দেশে এক অস্থিরতা সৃষ্টি হয়েছে এবং মানুষ চায় স্থিরতা পুনঃপ্রতিষ্ঠা হোক। কেউ চায় না পুরনো অবস্থায় ফিরতে। সব রাজনৈতিক দলকে একত্রিত হয়ে, এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যেকোনো মূল্যে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।

তিনি বলেন, "মুক্তিযুদ্ধের মাধ্যমে অনেক আশা ও প্রত্যাশা সৃষ্টি হয়েছিল। ১৬ বছরের এই রাজনৈতিক সংগ্রামে নেতাকর্মীরা অনেক ত্যাগ করেছিলেন। জুলাই মাসে অভ্যুত্থানে বহু মানুষের প্রাণও গেছে। তাদের ত্যাগকে বৃথা যেতে দেওয়া যাবে না।"

ইফতার মাহফিলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের অস্থিতিশীলতা এবং বিপদের জন্য সুচতুরভাবে চক্রান্ত শুরু হয়েছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিপন্ন করতে সেনাবাহিনীকে বিতর্কিত করা হচ্ছে।

আলোচনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গণমাধ্যমকর্মীদের সত্য ঘটনার কথা জাতির সামনে তুলে ধরার আহ্বান জানান।

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে