ঢাকা, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
Sharenews24

ঈদে মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলবে না

২০২৫ মার্চ ২৩ ১১:৩৯:০৫
ঈদে মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলবে না

নিজস্ব প্রতিবেদক : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে ঈদের আগে ও পরে মোট ছয়দিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে জরুরি নিত্যপণ্য পরিবহনকারী যানবাহন এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

শনিবার (২২ মার্চ) রাতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে সহকারী সচিব মো. জসিম উদ্দিনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

এ সিদ্ধান্তটি গত ৯ মার্চ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে এক সভায় গৃহীত হয়। এরপর ১৬ মার্চ একটি বিজ্ঞপ্তির মাধ্যমে সহকারী সচিব জসিম উদ্দিন সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য নির্দেশনা দেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আসন্ন ঈদ উপলক্ষে ২৫ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত এবং ঈদের পরবর্তী ৩ দিন পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। তবে এই নির্দেশনার আওতামুক্ত থাকবে:

নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পঁচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ঔষধ, সার, জ্বালানি বহনকারী যানবাহন

এ বিষয়ে বিআরটিএ কর্তৃক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হবে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে