ঢাকা, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
Sharenews24

হাসনাতের বক্তব্য নিয়ে যা জানালেন নাসিরুদ্দিন পাটোয়ারী

২০২৫ মার্চ ২৩ ১১:৩০:৫৯
হাসনাতের বক্তব্য নিয়ে যা জানালেন নাসিরুদ্দিন পাটোয়ারী

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বলেছেন, হাসনাত আব্দুল্লাহর রাষ্ট্রীয় কমিটির সঙ্গে বৈঠকের পর তার সোশ্যাল মিডিয়ায় দেওয়া বক্তব্য শিষ্টাচারবর্জিত ছিল এবং এটি সেখানে আসা উচিত হয়নি। তিনি এই মন্তব্য করেন শনিবার (২২ মার্চ) সিলেট জেলা কমিটির আয়োজিত ইফতার মাহফিলের পূর্বে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে।

নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, ‘‘হাসনাত আব্দুল্লাহ রাষ্ট্রের বিভিন্ন কমিটির সঙ্গে মিটিং করেছেন, কিন্তু তার ওই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় আসা উচিত হয়নি। আমরা মনে করি, এটি শিষ্টাচারবর্জিত স্ট্যাটাস ছিল।’’ তিনি আরও বলেন, রাষ্ট্রের বিভিন্ন কার্যক্রমে জড়িত থাকা ব্যক্তিরা রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করছেন, যা কাম্য নয়। ‘‘রাজনৈতিক সিদ্ধান্তগুলো রাজনৈতিক ব্যক্তিরাই নেবেন। আমরা অনুরোধ করছি, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যক্তিরা এসব কাজে জড়িত না হোন,’’ যোগ করেন তিনি।

আরেকটি প্রশ্নের জবাবে নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, ‘‘প্রধান উপদেষ্টা যে মন্তব্য করেছেন, তার সঙ্গে আমরা সম্পূর্ণ দ্বিমত পোষণ করছি।’’ তিনি বলেন, ‘‘বাংলাদেশের প্রধান উপদেষ্টা বা যে কোনো রাজনৈতিক দল যদি আওয়ামী লীগ নিষিদ্ধকরণের প্রক্রিয়া বা তাদের নিবন্ধন ও মার্কা বন্ধকরণের ক্ষেত্রে বাধা দেয়, তাহলে আমাদের সঙ্গে তাদের যুদ্ধ ও লড়াই হবে। আমরা এ ক্ষেত্রে একটুও পিছপা হবো না এবং আমাদের লড়াই চালিয়ে যাব।’’

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে