ঢাকা, রবিবার, ৩০ মার্চ ২০২৫
Sharenews24

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য কড়া নির্দেশনা জারি

২০২৫ মার্চ ২২ ২৩:৪৩:৩২
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য কড়া নির্দেশনা জারি

নিজস্ব প্রতিবেদক: সরকারি সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি আচরণ সংহিতা (কোড অব কনডাক্ট) তৈরি করেছে সরকার। এই কোডটি সরকারি অ-আর্থিক প্রতিষ্ঠানের সেবাগ্রহীতাদের ‘তৃপ্তি’ ও ‘সন্তুষ্টি’কে গুরুত্ব দেওয়ার উদ্দেশ্যে প্রণয়ন করা হয়েছে।

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা এমন কোনো কর্মকাণ্ডে জড়িত হতে পারবেন না, যা সরাসরি বা পরোক্ষভাবে লাভজনক হতে পারে। সেবা গ্রহণকারীদের কাছ থেকে অস্বাভাবিক সুবিধা গ্রহণ করা নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়া, কোনো সংস্থার অনুমোদন ছাড়া সেবা গ্রহণকারীদের কাছ থেকে অবশ্যই উপহার বা মূল্যবান কোনো বস্তু গ্রহণ করা যাবে না। প্রজ্ঞাপনে স্পষ্ট নির্দেশনা রয়েছে যে, কোন পরিস্থিতিতে কী ধরনের উপহার বা সুবিধা গ্রহণ করা যাবে, তার একটি তালিকা তৈরি এবং রেকর্ড সংরক্ষণ করতে হবে।

অ-আর্থিক সংস্থা বলতে বোঝানো হয়েছে, দেশের আইন দ্বারা প্রতিষ্ঠিত বা পরিচালিত কোনো স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত সংস্থা, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, কমিশন, কাউন্সিল, বোর্ড ইত্যাদি।

প্রজ্ঞাপনে কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক ভ্রমণ নিয়ন্ত্রিত করতে বলা হয়েছে। তাদের শেয়ার, সিকিউরিটিজ বা অন্যান্য আর্থিক সম্পদের লেনদেন সরকারের প্রচলিত নিয়মাবলী অনুসরণ করে করতে হবে।

এতে আরও বলা হয়েছে, কর্মকর্তাদের নিজেদের সংস্থার সঙ্গে ব্যবসায়িক স্বার্থ বজায় রাখতে হলে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত হওয়া যাবে না এবং ব্যক্তিগত লাভের জন্য কোনও কাজ করা যাবে না। এছাড়া, খণ্ডকালীন চাকরিতে নিয়োজিত হওয়া নিষিদ্ধ।

কর্মীদের সম্মান বজায় রাখতে হবে এবং অন্য ধর্মাবলম্বীদের প্রতি সমবেদনা প্রকাশ করতে হবে। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গনির্বিশেষে সবার প্রতি সমান সম্মান ও মর্যাদা প্রদর্শন করতে হবে এবং হেনস্তা, বৈষম্য বা অন্য কোনো অস্বস্তিকর আচরণমুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে যে, সরকারি কেনাকাটায় আইন বা বিধির ফাঁক দিয়ে প্রতিযোগিতার ব্যত্যয় ঘটানো যাবে না। ক্রয়প্রক্রিয়া সম্পাদনের সময় স্বজনপ্রীতি বা পক্ষপাতিত্ব থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থ বিভাগের অনুমতি ছাড়া বৈদেশিক ঋণ গ্রহণও নিষিদ্ধ করা হয়েছে এবং বৈদেশিক মুদ্রায় দায় সৃষ্টির অঙ্গীকার করা যাবে না।

এছাড়া, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত থাকতে পারবেন না এবং চাকরিস্থল ত্যাগ করাও নিষিদ্ধ। কোনও কর্মচারী বিমা কোম্পানির এজেন্ট হিসেবেও কাজ করতে পারবেন না।

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে