ঢাকা, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
Sharenews24

‘একটি চক্র সেনাবাহিনীকে জনগণের বিপক্ষে দাঁড় করানোর চেষ্টা করছে’

২০২৫ মার্চ ২২ ২৩:১৬:০৮
‘একটি চক্র সেনাবাহিনীকে জনগণের বিপক্ষে দাঁড় করানোর চেষ্টা করছে’

নিজস্ব প্রতিবেদক: গণঅধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ মন্তব্য করেছেন, ‘বাংলাদেশের প্রতিটি সংকটে দেশপ্রেমিক সেনাবাহিনী জনগণের পাশে থাকে। জুলাই গণঅভ্যুত্থানে সেনাবাহিনী জনগণের পক্ষে অবস্থান নিয়েছিল। বর্তমানে একটি চক্র দেশপ্রেমিক সেনাবাহিনীকে জনগণের বিপক্ষে দাঁড় করানোর চেষ্টা করছে, যা অত্যন্ত বিপজ্জনক। এ ষড়যন্ত্রের ফাঁদে পা দেওয়া উচিত নয়।’

শনিবার (২২ মার্চ) গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত এক ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা উল্লেখ করেন।

আবু হানিফ বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য দেশ ও বিদেশে এক ধরনের ষড়যন্ত্র চলছে। দেশের প্রত্যেক নাগরিককে সজাগ থাকতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের সময় সকল রাজনৈতিক দল একত্রিত ছিল। কিন্তু বর্তমানে তা নেই। নিজেদের স্বার্থের কারণে আমরা বিভক্ত হয়ে পড়েছি। এই বিভক্তি চলতে থাকলে পরাজিত শক্তি সুযোগ নিতে পারে। তাই আমাদের যেকোন মূল্যে ঐক্য বজায় রাখতে হবে।

তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, অনেকে বলছে আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরে আসবে, কিন্তু এটি একটি দিবাস্বপ্ন। আওয়ামী লীগের ফিরে আসার কোন সম্ভাবনা নেই, যদি থাকতো তবে তারা দেশ থেকে পালাতো না। আওয়ামী লীগ এখন ক্লিনিক্যালি মৃত। জুলাই গণঅভ্যুত্থানে তারা যে গণহত্যা ঘটিয়েছে, তার বিচার হবে। জাতিসংঘের তদন্ত কমিটি জাতির সামনে আওয়ামী লীগের মানবাধিকার লঙ্ঘন এবং মানবতাবিরোধী অপরাধের কথা বলেছে। তাদের বিচার হবে, এমনকি আওয়ামী লীগ দল হিসেবে বিচারের মুখোমুখি হবে।

আবু হানিফ আরো বলেন, আওয়ামী লীগের শীর্ষ নেতারা ভারতের মধ্যে অবস্থান করছে এবং সেখান থেকে গুজব ছড়াচ্ছে। বাংলাদেশের রাজনীতিতে তাদের থাকার কোনো অধিকার নেই। আওয়ামী লীগ চাইলে ভারতে রাজনীতি করতে পারে, কারণ তারা বাংলাদেশে আসবে না।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ, গোপালগঞ্জ জেলার সভাপতি আল আমিন সরদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোপালগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুজাহিদ শেখ। অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন গোপালগঞ্জের সাংগঠনিক সম্পাদক মোঃ সাআদ শিকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জের সভাপতি তসলিম হোসাইন শিকদার, জামায়াতে ইসলামের জেলা সেক্রেটারি আল আসুদ খান, বিএনপির গোপালগঞ্জ জেলা সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান পলাশ, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার ছাত্র অধিকার পরিষদের সভাপতি জসিম উদ্দিন, ঢাকা মহানগর উত্তর ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি আরিফুল ইসলাম এবং অন্যান্য নেতৃবৃন্দ।

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে