ঢাকা, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
Sharenews24

বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম ওয়াইফাই দল হচ্ছে আ.লীগ

২০২৫ মার্চ ২২ ১০:৩৪:৪৫
বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম ওয়াইফাই দল হচ্ছে আ.লীগ

নিজস্ব প্রতিবেদক : অনলাইন এক্টিভিস্ট এবং আলোচিত-সমালোচিত লেখক জান্নাতুন নাঈম প্রীতি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন, "বাংলাদেশের ইতিহাসে প্রথম ওয়াইফাই দল হচ্ছে আওয়ামী লীগ," তাঁর ভাষায়, দলের আন্দোলনের ধরন ও নেতৃত্বের বাইরে থাকার অবস্থানকে প্রতিফলিত করে।

শুক্রবার (২১ মার্চ) দিবাগত রাত ২টার দিকে ফেসবুকে একটি পোস্টে তিনি বলেন, "কিছুক্ষণ আগে ছাত্রলীগের ইনান সবাইকে রাজপথে নেমে আসার জন্য আহ্বান জানিয়েছে। প্রিয় ইনান, আমরা ইতোমধ্যেই জানি; বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম ওয়াইফাই দল হচ্ছে আওয়ামী লীগ।" তাঁর মতে, দলের শীর্ষ নেতা, নেত্রীর পরিবার, মন্ত্রীরা এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অধিকাংশ সময় বিদেশে বসে আন্দোলনের ডাক দেন, যা দেশে অবস্থানরত সাধারণ মানুষদের জন্য একটি অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে।

জান্নাতুন নাঈম আরও লেখেন, "নেত্রী, নেত্রীর পুত্র-কন্যা আত্মীয়-স্বজন, গুরুত্বপূর্ণ মন্ত্রী সবাই বিদেশে বসে আছেন। কিন্তু এরা প্রতিবার ওয়াইফাই প্রযুক্তির মাধ্যমে আন্দোলনের ডাক দেয়। আবার সেই ডাক নিয়ে কথা বললে বলে দেশে আসেন। ভাই, কোন দেশে আসব? কোন দেশের রাজপথে দাঁড়াব আগামীবার বলে দিয়েন।"

তার পোস্টে এমন মন্তব্য ছিল , আন্দোলন যদি ভারতে কিংবা বিদেশের অন্য কোনও শহরে হয়, তাহলে তিনি নিজে প্যারিসের রাস্তায় একা দাঁড়িয়ে আন্দোলন করতে প্রস্তুত। পাশাপাশি, দেশের মধ্যেও অন্য অংশের নেতারা যারা দেশ ছেড়ে বিদেশে চলে গেছেন, তারা দেশে আন্দোলনে অংশ নেয়ার প্রতিশ্রুতি দিয়েও অবশেষে স্থানীয় থানা বা অন্যান্য নিরাপদ জায়গায় আশ্রয় নেন, এমন পরিস্থিতি দেখানোর চেষ্টা করেন।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে