ঢাকা, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
Sharenews24

আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চায় এনসিপি

২০২৫ মার্চ ২১ ২৩:০৫:২৮
আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চায় এনসিপি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শুক্রবার (২১ মার্চ) রাতে বাংলামোটরের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সম্পর্কে প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান করেছেন।

তিনি উল্লেখ করেছেন, "জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচারের জন্য দৃশ্যমান অগ্রগতি দেখতে চাই। খুনিদের বিচার কার্যক্রম প্রকাশ্যে হতে হবে। এছাড়াও আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। কারণ এটি আর একটি গণতান্ত্রিক দল নয়, বরং ফ্যাসিবাদী দলে পরিণত হয়েছে।"

নাহিদ ইসলাম বলেন, "ছাত্র-নাগরিক অভ্যুত্থানের সাত মাস অতিবাহিত হলেও শেখ হাসিনা এবং আওয়ামী লীগের খুনিদের বিচারপ্রীতি অগ্রগতি নেই। জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জুলাই মাসে সংঘটিত অপরাধ আন্তর্জাতিক অপরাধের অন্তর্ভুক্ত। এটিএবং বিচারিক প্রক্রিয়ার ধীর গতি অত্যন্ত নিন্দনীয়।"

তিনি আরো বলেন, "প্রধান উপদেষ্টা যে মন্তব্য করেছেন, তা এনসিপি নিন্দা জানায়। বিভিন্ন হত্যাকাণ্ডের বিচারের কার্যকর অগ্রগতি না আসা পর্যন্ত এ ধরনের বক্তব্য অগ্রহণযোগ্য।" এনসিপি বিচারিক কার্যক্রমের দৃশ্যমান অগ্রগতি পেতে উদ্যোগী হতে চাপায় দেয় এবং তারা উল্লেখ করে যে, ফ্যাসিবাদী রেজিমের অপরাধের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।

এনসিপির আহ্বায়কের মতে, আওয়ামী লীগ জনগণের গণতান্ত্রিক প্রতিনিধিত্ব হারিয়েছে এবং তারা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারের মুখোমুখি হওয়া উচিত।

তিনি বলেন, "বিচার না হলে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার কোনো আলোচনা ও প্রস্তাব আমরা প্রত্যাখ্যান করছি।"

নাহিদ ইসলাম সকল পক্ষকে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে ঘোষিতব্য জুলাই সনদের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান। সংবাদ সম্মেলনে এনসিপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে