ঢাকা, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

আ.লীগের ফেরা নিয়ে আসিফ মাহমুদের শঙ্কা

২০২৫ মার্চ ২১ ১৪:৪০:৪৯
আ.লীগের ফেরা নিয়ে আসিফ মাহমুদের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া শুক্রবার (২১ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেন, যেখানে তিনি আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর পরিকল্পনাকে বিপজ্জনক হিসেবে মন্তব্য করেছেন।

আসিফ মাহমুদের এই মন্তব্য মূলত তার প্রতিক্রিয়া, যা এসেছিল অন্য একটি ফেসবুক পোস্টের পর, যেখানে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ দাবি করেছিলেন যে, "দেশের রাজনীতিতে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে।"

আসিফ মাহমুদ তার পোস্টে বলেন, “আমরা কবে থেকে জার্মানি, ইতালির থেকে বেশি ইনক্লুসিভ ডেমোক্রেটিক হয়ে গেলাম? গণহত্যার বছর না ঘুরতেই আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক।” এর মাধ্যমে তিনি দেশের গণতান্ত্রিক পরিস্থিতির প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসন করার বিষয়টি একটি বিপদজনক পরিকল্পনা এবং দেশের গণতন্ত্রের জন্য ক্ষতিকর হতে পারে। আসিফ মাহমুদের এই মন্তব্য দেশব্যাপী ব্যাপক আলোচনা ও বিতর্ক সৃষ্টি করেছে।

এছাড়া, এই পোস্টের পর বিএনপি, জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনাকে কেন্দ্র করে বিভিন্ন মন্তব্য ও প্রতিক্রিয়া জানান। এমনকি কিছু সংগঠন আজ (২১ মার্চ) দুপুরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে, যেখানে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে।

এটি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিষয় হয়ে দাঁড়িয়েছে, যা শীর্ষ নেতাদের মধ্যে তীব্র বিতর্ক সৃষ্টি করেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে