ঢাকা, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
Sharenews24

যে কারণে দেশে ফিরছেন না তারেক রহমান

২০২৫ মার্চ ২১ ১৪:৩৮:৩৮
যে কারণে দেশে ফিরছেন না তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপাতত দেশে ফিরবেন না বলে জানা গেছে। তবে, নির্বাচন শুরুর আগে অথবা নির্বাচনী তফসিল ঘোষণার পর তিনি দেশে ফিরতে পারেন। অন্যদিকে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রোজার পর দেশে ফিরতে চান।

লন্ডনে তারেক রহমানের ঘনিষ্ঠ কয়েকটি সূত্রে এ তথ্য নিশ্চিত হয়েছে। তারা জানিয়েছেন, তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান ও তার বড় বোন শাহীনা জামান বিন্দু সম্প্রতি বারিধারা ডিওএইচএসে তাদের পরিবারের একটি বাড়ি পুনরুদ্ধার করেছেন। সাবেক মন্ত্রী এবং সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের সূত্রে পাওয়া এই বাড়িটি দীর্ঘদিন ধরে অব্যবহৃত ছিল। তবে, এখন সেখানে ব্যাপক সংস্কার কাজ চলছে। তারেক রহমান সস্ত্রীক ঢাকায় গিয়ে এই বাড়িতে থাকতে চান। বাড়ির কিচেন, বাথরুমসহ নানা জায়গায় আধুনিক ডিজাইনে কাজ করানো হচ্ছে।

এছাড়া, খালেদা জিয়া এবং তারেক রহমানের দেশে ফিরে আসার ব্যাপারে বিএনপির নেতারা নানা মন্তব্য করেছেন। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, “ম্যাডাম (খালেদা জিয়া) দেশের মাটিতে ফিরে আসার জন্য খুবই আগ্রহী, তিনি ঈদের পর দেশে ফিরতে চান।”

তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে এম এ মালেক বলেন, “নির্বাচনি প্রক্রিয়া শুরুর আগেই তিনি দেশে ফিরবেন। ঢাকায় বাড়ির প্রস্তুতি চলছে।”

এদিকে, খালেদা জিয়ার চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনও জানিয়েছেন, “তারেক রহমানের দেশে ফিরে আসা সময়ের ব্যাপার মাত্র।”

উল্লেখযোগ্যভাবে, ২০ মার্চ তারেক রহমান সকল মামলায় খালাস পেয়েছেন, এবং বিএনপির আইনজীবীরা বলছেন, এখন তিনি দেশে ফিরে সরাসরি রাজনীতিতে অংশ নিতে পারবেন।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে