ঢাকা, শনিবার, ১৯ জুলাই ২০২৫
Sharenews24

বাফুফে-কে সুখবর দিল ফিফা

২০২৫ মার্চ ০৭ ২৩:০৮:২২
বাফুফে-কে সুখবর দিল ফিফা

ক্রীড়া প্রতিবেদক: সাত বছর ধরে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার আর্থিক অস্বচ্ছতার তালিকায় ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

এ কারণে ফিফা ফান্ডের অর্থ আসতো বেশ কয়েকটি কিস্তিতে। তবে আজ সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা।

এক বিবৃতিতে বাফুফে জানায়, ‘২০১৮ সাল থেকে ফিফার আর্থিক নিষেধাজ্ঞায় ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও বর্তমান কমিটির নেতৃত্বে বাফুফের ক্রয়, বিক্রয় ও আর্থিক লেনদেনের স্বচ্ছতার ভিত্তিতে ফিফা সম্পূর্ণরূপে সেই আর্থিক নিষেধাজ্ঞা আজ থেকে তুলে নিয়েছে।’

গত অক্টোবরে সভাপতি হওয়ার পর বাফুফের আর্থিক খাতে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন তাবিথ আউয়াল। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফিফার প্রতিনিধি দল ঢাকায় এসেছিল ফিফা ফান্ডের অডিটের জন্য। তখনই বাফুফে ধারণা করে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পারে ফিফা। এখন থেকে তাই স্বাভাবিক নিয়মেই ফিফার ফান্ড পাবে বাফুফে।

বাফুফের আর্থিক অসঙ্গতির খবর অবশ্য নতুন কিছু নয়। ফিফার তদন্তের পর জালিয়াতির কারণে তিন বছরের নিষেধাজ্ঞার মুখে পড়েন বাফুফের তৎকালীন সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। একইসঙ্গে নিষিদ্ধ হয়েছিলেন বাফুফের চিফ ফিন্যান্সিয়াল অফিসার আবু হোসেন ও ম্যানেজার (অপরারেশন্স) মিজানুর রহমান।

এছাড়া জরিমানা করা হয় বাফুফের তখনকার সিনিয়র সহ-সভাপতি ও অর্থ কমিটির প্রধান আব্দুস সালাম মূর্শেদীকেও।

আরমান/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে