ঢাকা, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
Sharenews24

‘যদি রাজনীতিবিদরাই সংস্কার করেন, তাহলে ৫৩ বছর তারা কী করেছেন’

২০২৪ ডিসেম্বর ১৩ ১৫:৩২:৩৩
‘যদি রাজনীতিবিদরাই সংস্কার করেন, তাহলে ৫৩ বছর তারা কী করেছেন’

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান প্রশ্ন রেখেছেন, যদি রাজনীতিবিদরাই সংস্কার করেন, তাহলে ৫৩ বছর তারা কী করেছেন?

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে রাজধানীর গুলশানে শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি ও ব্যক্তিগত গাড়িচালকদের পুনপ্রশিক্ষণ বিষয়ক এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে পরিবেশ উপদেষ্টা বলেন, রাজনীতিবিদদের ব্যর্থতার কারণেই আমাদের দায়িত্ব নিতে হচ্ছে। সংস্কারের কাজ সম্পন্ন হলে প্রধান উপদেষ্টা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন।

অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা ডিসেম্বরের মধ্যে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালাকে আইনে রূপান্তরিত করে গেজেট প্রকাশের ঘোষণা দেন। তিনি উল্লেখ করেন, "এই আইনের মাধ্যমে পুলিশকে ক্ষমতা দেওয়া হবে। সচিবালয়ে হর্ন বাজানোর কারণে কাজ করা কঠিন হয়ে পড়ছে। ঢাকার পরিবেশ ক্রমশ দুর্বিষহ হয়ে উঠছে।"

তিনি আরো বলেন, "বিদেশে হর্ন বাজানো মানে গালি দেওয়া। রাজধানীতে সকল সোসাইটিকে ধীরে ধীরে এই প্রশিক্ষণের আওতায় আনা হবে। শব্দদূষণের কারণে মানুষের মানসিক অস্থিরতা বাড়ছে। এটি অস্থির একটি প্রজন্ম তৈরি করছে।"

আরিফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে