ঢাকা, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
Sharenews24

বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতিতে অবস্থান জানাল যুক্তরাষ্ট্র

২০২৪ ডিসেম্বর ১৩ ১৫:২১:৩০
বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতিতে অবস্থান জানাল যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের নিরাপত্তা পরিষেবার সক্ষমতা উন্নত করতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময়

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা যোগাযোগ উপদেষ্টা জন কিরবি।

জন কিরবি বলেছিলেন, সাবেক প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার পর থেকে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি চ্যালেঞ্জের মুখে পড়েছে। আমরা বাংলাদেশের বর্তমান পরিস্থিতির প্রতি খুব কাছ থেকে দৃষ্টিপাত করছি এবং প্রেসিডেন্টও এসব ঘটনার প্রতি নজর রাখছেন।

ব্রিফিংয়ে এক ভারতীয় সাংবাদিক বাংলাদেশে সম্প্রতি হয়েছে বিভিন্ন প্রতিবাদের উল্লেখ করে প্রশ্ন করে বলেন, হিন্দু আমেরিকান সম্প্রদায়ের পক্ষ থেকে প্রতিবাদ মিছিলগুলো অনুষ্ঠিত হয়েছে, যা শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দু এবং মন্দিরের ওপর হামলার বিরুদ্ধে ছিল।

জবাবে জন কিরবি বলেন, “আমরা এই বিষয়গুলো অত্যন্ত ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি, এবং প্রেসিডেন্টও এসব ঘটনার প্রতি নজর দিচ্ছেন। সাবেক প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার পর বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি বাস্তবিকই কঠিন হয়ে পড়েছে। আমরা তাদের আইন প্রয়োগকারী এবং নিরাপত্তা পরিষেবার সক্ষমতা বৃদ্ধির জন্য অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করছি।”

তিনি আরও বলেন, “আমরা বাংলাদেশি নেতাদের সঙ্গে আলোচনার সময় এই বিষয়টি পরিষ্কারভাবে তুলে ধরেছি। ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং অন্তর্বর্তী সরকারের নেতারা সকল বাংলাদেশির নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা তাদের এই প্রচেষ্টায় সহায়তা করতে ইচ্ছুক।”

মামুন/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে