ঢাকা, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
Sharenews24

ঢাকায় বেড়েছে কুয়াশা, থাকবে কত দিন

২০২৪ ডিসেম্বর ১২ ১৭:৩৩:১১
ঢাকায় বেড়েছে কুয়াশা, থাকবে কত দিন

ডুয়া নিউজ : ঢাকার আকাশ আজ বৃহস্পতিবার সকাল থেকেই ঘন কুয়াশায় ঢাকা ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার পরিমাণও কমে গেছে।

এ দিন সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। যা বুধবার ছিল ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এক দিনের মধ্যে প্রায় ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে গেছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বেলা ১১টার পর রোদ উঠতে শুরু করে। এ বছর ঢাকায় এমন কুয়াশা এটাই প্রথম।

আবহাওয়াবিদরা বলছেন, এখন এমন কুয়াশা পড়তেই পারে। আর এটা সবে শুরু। সময় যত বাড়বে, কুয়াশার পরিমাণও বাড়তে থাকবে। বৃহস্পতিবার সকালের কুয়াশার দাপট অনেকটা কমে এলেও শুক্রবারও কুয়াশা থাকতে পারে।

বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জে, ১০.২ ডিগ্রি সেলসিয়াস।

বৃহস্পতিবার ঢাকায় যেভাবে শীত পড়েছে, তা আরও কয়েক দিন টানা একই রকম থাকতে পারে বলে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক।

তিনি বলেন, “কুয়াশার প্রকোপ আরও কয়েক দিন চলতে পারে। কয়েক দিন ধরে দেশের উত্তরের জনপদগুলোয় কুয়াশা ছিল। সেটা বিস্তৃত হয়ে ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলে ছড়িয়ে গেছে।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে