ঢাকা, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
Sharenews24

আবাসিক খাতে নতুন প্রযুক্তি আনলো গ্রামীণফোন ও বিটিআই

২০২৪ ডিসেম্বর ১১ ২১:৪৬:৩৯
আবাসিক খাতে নতুন প্রযুক্তি আনলো গ্রামীণফোন ও বিটিআই

নিজস্ব প্রতিবেদক: আবাসিক খাতে নতুন প্রযুক্তি স্মার্ট হোম সল্যুশন আনতে বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেডের (বিটিআই) সাথে চুক্তিবদ্ধ হয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্রামীণফোন। সংযুক্ত ও ডিজিটাল জীবনধারার প্রসারে এটি এক মাইলফলক পদক্ষেপ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিটিআই’র ব্যবস্থাপনা পরিচালক ফয়জুর রহমান খান এবং গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমানসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় সম্মিলিতভাবে ‘আলো’ নামের বিভিন্ন স্মার্ট ডিভাইস ব্যবহার করা হবে, যার মধ্যে গ্যাস ও স্মোক ডিটেক্টর, স্মার্ট ক্যামেরা, স্মার্ট সুইচ অন্তর্ভুক্ত রয়েছে। এসব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আবাসি গ্রাহকরা মোবাইল ও ওয়েব অ্যাপের মাধ্যমে সহজেই তাদের বাড়ির নিরাপত্তা ও অবস্থা মনিটর করতে পারবেন।

গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান এই উদ্যোগকে প্রযুক্তি ও আবাসন খাতের সমন্বয়ে একটি নতুন যুগ সৃষ্টির পদক্ষেপ হিসেবে তুলে ধরেছেন। তিনি বলেন, উদ্ভাবনী সল্যুশনগুলোর সাহায্যে গ্রাহকরা ডিজিটাল লাইফস্টাইলের অভিজ্ঞতা অর্জন করবেন।

বিটিআই’র ব্যবস্থাপনা পরিচালক ফয়জুর রহমান খান বলেন, তাদের প্রতিষ্ঠান অত্যাধুনিক ডিজিটাল সল্যুশনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং এই উদ্যোগ তাঁদের গ্রাহকদের স্মার্ট ও নিরাপদ জীবনযাত্রার নিশ্চয়তা প্রদান করবে।

এই চুক্তি দেশের আবাসন খাতে ডিজিটাল সমন্বয়ের পথ প্রশস্থ করবে এবং বাড়ির মালিকদের জন্য সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করবে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে