ঢাকা, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
Sharenews24

প্রবাসীরা ১৫ ডিসেম্বর থেকে এমআরপি পাসপোর্ট পাবেন

২০২৪ ডিসেম্বর ১১ ১৩:৩৮:৫৬
প্রবাসীরা ১৫ ডিসেম্বর থেকে এমআরপি পাসপোর্ট পাবেন

নিজস্ব প্রতিবেদক : জানালেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আগামী ১৫ ডিসেম্বর থেকেই এমআরপি পাসপোর্ট পাবেন প্রবাসীরা।

বুধবার (১১ ডিসেম্বর) এক ফেসবুক লাইভে আসিফ নজরুল বলেন, "আগামী ১৫ ডিসেম্বর থেকে আপনারা এমআরপি পাসপোর্ট পাওয়া শুরু করবেন এবং আবেদনকারীরা পরবর্তী তিন থেকে চার সপ্তাহের মধ্যে সবাই পাসপোর্ট পেয়ে যাবেন।"

তিনি আরও বলেন, "প্রথমে সৌদি আরব এবং মালয়েশিয়াকে প্রাধান্য দিয়ে পাসপোর্ট ছাপা হবে | এরপর যেসব দেশে চাহিদা বেশি সেসব দেশে অগ্রাধিকার ভিত্তিতে পাসপোর্ট দেওয়া হবে | এত পরিমাণ এমআরপি পাসপোর্ট ছাপা হচ্ছে যে আগামী দুই থেকে তিন বছরে আর কোনো সমস্যা হবে না।"

বর্তমানে মালয়েশিয়ায় এমআরপি পাসপোর্ট নবায়নের জন্য ২০ হাজারের বেশি প্রবাসী আবেদন করেছেন। অবশ্য ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে, এমআরপি আবেদন প্রিন্টিংয়ে অপেক্ষমাণ থাকা আবেদনকারীরা ফি জমা দিয়ে আবেদন করলে দ্রুত ই-পাসপোর্ট দেয়া হবে।

আসিফ নজরুল বলেন, " ফ্যাসিস্ট সরকারের সময়ে যে মন্ত্রী ছিলেন তিনি পাসপোর্ট ছাপানোর দায়িত্ব তার একটি পরিচিত কোম্পানিকে অনিয়মতান্ত্রিকভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। সে প্রক্রিয়ায় টেন্ডারিং করতে গিয়ে দেড় বছর সময় ক্ষেপণ হয়।"

তিনি আরও বলেন, "তারপর আমরা দায়িত্ব নেওয়ার পর পুরো প্রক্রিয়াটা বাতিল করে আবার শুরু করতে সময় লেগেছে, এতে আপনাদের অনেক কষ্ট হয়েছে। এর জন্য দুঃখ প্রকাশ করছি।"

এস/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে