ঢাকা, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
Sharenews24

পতনের মাত্রা কমলেও বিনিয়োগকারীদের আতঙ্ক কমছে না

২০২৪ ডিসেম্বর ১০ ১৫:৩১:৪৪
পতনের মাত্রা কমলেও বিনিয়োগকারীদের আতঙ্ক কমছে না

নিজস্ব প্রতিবেদক : কোনো ভাবেই থাকছে না শেয়ারবাজারের পতন। এর আগে আইসিবির ঋণ অনুমোদনের খবরে শেয়ারবাজারে উত্থান হলেও প্রতিষ্ঠানটির ঋণ ছাড়ের খবরে কোনো ইতিবাচক প্রভাব পড়েনি। টানা তিন কর্মদিবস তুলনামূলক বড় পতন হলেও মঙ্গলবার (১০ ডিসেম্বর) পতনের মাত্র কমেছে। কিন্তু শেয়ারবাজারের প্রতি বিনিয়োগকারীদের আতঙ্ক কমেনি।

মঙ্গলবার সূচকের উত্থানে শুরু হয় লেনদেন। সারাদিন উত্থানের মধ্যে থেকেই লেনদেন চলতে থাকে। তবে শেষ মুহুর্তে সূচক সামান্য পতন হয়েছে এবং এই পতনেই শেষ হয়েছে লেনদেন। আজকের পতনের ফলে শেয়ারবাজারে টানা চার কর্মদিবস পতন হয়েছে। আজ সূচকের পতন হলেও টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। তবে বাজার মূলধন ৫৭ হাজার ৬৪৫ কোটি ৮২ লাখ টাকা বেড়েছে।

বাজারকে স্থিতিশীলতায় ফিরাতে নিয়ন্ত্রক সংস্থা নানামূখী উদ্যোগ নিয়েছে। নিয়ন্ত্রক সংস্থার নানামূখী উদ্যোগের পরেও উত্থান তথা স্থিতিশীলতায় ফিরছেনা শেয়ারবাজার। শেয়ারবাজারকে স্থিতিশীলতায় ফিরাতে কারসাজি থেকে শুরু করে সিকিউরিটিজ সংক্রান্ত আইন ভঙ্গের কারণে বিভিন্ন শাস্তির ঘোষণা দিয়েছে। একই সাথে সংস্থাটি শেয়ারবাজারের নানান অনিয়ম-দুর্নীতির কারণে অর্থদণ্ডও করছে। এতেও স্থিতিশীলতায় ফিরছে না শেয়ারবাজার।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা নাই বললেই চলে। সবার আগে বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফিরাতে হবে। এজন্য বাজারে পর্যাপ্ত বিনিয়োগ আনতে হবে। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকে শেয়ারবাজারে তালিকাভুক্তির ব্যবস্থা করতে হবে। বাজার বিনিয়োগ বাড়লে বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসবে। তখন এমনিতেই বাজার স্থিতিশীলতায় ফিরে আসবে।

মঙ্গলবারের বাজার পর্যালোচনা

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ০.১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১৬৬ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে‘ডিএসইএস’ ০.৪২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫৪ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ০.৪৩ পয়েন্ট কমে ১ হাজার ৯০৩ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৩৮৩ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ২৭৮ কোটি ৬৬ লাখ টাকা। আজ লেনদেন বেড়েছে ১০৪ কোটি ৩৮ লাখ টাকার বা ৩৭ শতাংশ।

ডিএসইতে লেনদেন আজ হওয়া ৪০৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৮৫টির বা ৪৫.৬৭ শতাংশের, কমেছে ১৪৭টির বা ৩৬.৯২ শতাংশের এবং দর পরিবর্তন হয়নি ৭৩টির বা ১৮.০২ শতাংশের।

অপর শেয়ারবাজার সিএসইতে আজ ৬ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০৮ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৪টির, কমেছে ৯৭টির এবং পরিবর্তন হয়নি ৩৭টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৭ পয়েন্ট কমে দাঁডিয়েছে ১৪ হাজার ৪৩৯ পয়েন্টে।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে