ঢাকা, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
Sharenews24

শেখ হাসিনা ও শেখ রেহানার ব্যাংক হিসাবের তথ্য তলব

২০২৪ ডিসেম্বর ১০ ১০:০২:১৬
শেখ হাসিনা ও শেখ রেহানার ব্যাংক হিসাবের তথ্য তলব

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট (বিএফআইইউ) বঙ্গবন্ধুর স্মৃতি সংরক্ষণকারী ট্রাস্টের ব্যাংক হিসাবের তথ্য দাবি করেছে। এ জন্য ট্রাস্টের চেয়ারম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এর অন্যতম ট্রাস্টি তার বোন শেখ রেহানার ব্যাংক হিসাবের তথ্যও চাওয়া হয়েছে। ট্রাস্টের সঙ্গে সংশ্লিষ্ট সকলের ব্যাংক হিসাবের তথ্যও সংগ্রহ করা হবে।

সোমবার (৯ ডিসেম্বর) বিএফআইইউ বাণিজ্যিক ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির প্রধান নির্বাহীদের কাছে চিঠি পাঠিয়েছে। চিঠিতে আগামী ৫ কার্যদিবসের মধ্যে এ সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন ও অবস্থান তথ্য বিএফআইইউকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের অ্যাকাউন্টে অর্থের উৎস এবং তা কোথায় খরচ হয়েছে, তা জানাতে হবে। ট্রাস্টের ঠিকানা হিসেবে ধানমন্ডির ৩২ নম্বর সড়ক উল্লেখ করা হয়েছে, যেখানে শেখ হাসিনা চেয়ারম্যান এবং শেখ রেহানা অন্যতম ট্রাস্টি হিসাবে দায়িত্ব পালন করছেন।

এছাড়া, গোপালগঞ্জের বাসিন্দা ও ক্রিকেট ধারাভাষ্যকার চৌধুরী জাফরুল্লাহ সরাফাত ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবের তথ্যও চাওয়া হয়েছে। তাদের পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টগুলি আগে থেকেই ফ্রিজ করে রাখার বিষয়টি বিএফআইইউয়ের সাম্প্রতিক পদক্ষেপের সঙ্গে যুক্ত।

যদিও এবারই প্রথমবার শেখ হাসিনা ও শেখ রেহানার ব্যাংক হিসাবের তথ্য তলব করা হল, তবে সরাসরি তাদের ব্যক্তিগত হিসাবের তথ্য চাওয়া হয়নি। বরং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান হিসাবে তাদের তথ্য দাবি করা হয়েছে। এসব তথ্য সংগ্রহের পর সেগুলোর পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

মামুন/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে