ঢাকা, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
Sharenews24

আবার টানা পতনের ফাঁদে শেয়ারবাজার

২০২৪ ডিসেম্বর ০৯ ১৫:১৯:১৪
আবার টানা পতনের ফাঁদে শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক : নিয়ন্ত্রক সংস্থাসহ বাজার সংশ্লিষ্টদের নানান উদ্যোগের পরও স্থিতিশীলতায় ফিরছে না শেয়ারবাজার। বরং উল্টো চিত্র দেখা যায় শেয়ারবাজারে। কোনো কারণে একদিন উত্থান হলেও পরক্ষণেই টানা পতন দেখা যায় শেয়ারবাজারে। আবারও সেই টানা পতনের ফাঁদে পড়েছে শেয়ারবাজার।

আগের কর্মদিবসের মতো সোমবারও পতন হয়েছে শেয়ারবাজারে। আজকের পতন নিয়ে টানা তিন কর্মদিবস পতন হয়েছে শেয়ারবাজারে। এই দিন কর্মদিবস শেয়ারবাজারে সূচক কমেছে ৭২ পয়েন্ট। তবে এর আগের তিন কর্মদিবস সূচক বেড়েছিল ৫৩ পয়েন্ট।

তবে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এদিন বাজার মূলধন ৫৬ হাজার ৯৬৯ কোটি টাকা ফিরেছে। আগের কর্মদিবস বাজার মূলধন ছিল ৬ লাখ ৬২ হাজার ৫২৭ কোটি ৬০ লাখ টাকা। আজ লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ১৯ হাজার ৪৮৬ কোটি ৬৭ লাখ টাকা। অর্থাৎ একদিনে বিনিয়োগকারীরা ফিরে পেয়েছেন ৫৭ হাজার কোটি টাকা।

এদিন সূচকের উত্থানে শেয়ারবাজারের লেনদেন শুরু হয়। দুপুর ১টা পর্যন্ত উত্থানেই লেনদেন হচ্ছিল শেয়ারবাজারে। এরপর পতনে চলে যায় সূচক। কিছুক্ষণ পর আবার উত্থানে ফিরে আসে। তবে দুপুর ১টা ৩৪ মিনিটে আবার পতনে নেমে যায় সূচক। লেনদেনের বাকি সময় পতনেই লেনদেন হয় এবং পতনে শেষ হয় শেয়ারবাজারের লেনদেন।

বাজার বিশ্লেষকরা বলছেন, বাজারকে স্থিতিশীলতায় ফিরিয়ে আনতে সাধারণ বিনিয়োগকারী থেকে শুরু করে সরকার পর্যন্ত সবার সমন্বিত চেষ্টা থাকতে হবে। কেউ বাজারকে স্থিতিশলতায় কাজ করবে আর কেউ পিছিয়ে থাকবে এমনটা হলে শেয়ারবাজার কখনোই স্থিতিশীলতা ফিরবে না। তাই সবাইকে বিনিয়োগকারী তথা দেশের স্বার্থে এক হয়ে কাজ করতে হবে।

সোমবারের বাজার পর্যালোচনা

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪.৮৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১৬৬ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে‘ডিএসইএস’ ২.৬৫ পয়েন্ট কমে ১ হাজার ১৫৪ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৪.৫৭ পয়েন্ট কমে ১ হাজার ৯০৪ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ২৭৮ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ২৯৩ কোটি ৩৮ লাখ টাকা। আজ লেনদেন কমেছে ১৪ কোটি ৭২ লাখ টাকার বা ৫ শতাংশ।

ডিএসইতে লেনদেন আজ হওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১২৬টির বা ৩১.৮৯ শতাংশের, কমেছে ১৭৯টির বা ৪৫.৩১ শতাংশের এবং দর পরিবর্তন হয়নি ৯০টির বা ২২.৭৮ শতাংশের।

অপর শেয়ারবাজার সিএসইতে আজ ৬ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০৫ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৯টির, কমেছে ৯১টির এবং পরিবর্তন হয়নি ৪৫টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৮ পয়েন্ট কমে দাঁডিয়েছে ১৪ হাজার ৪৭০ পয়েন্টে।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে