ঢাকা, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
Sharenews24

সর্বোচ্চ মুনাফা যে দুই শেয়ারে

২০২৪ ডিসেম্বর ০৮ ১৫:৪২:২৮
সর্বোচ্চ মুনাফা যে দুই শেয়ারে

নিজস্ব প্রতিবেদক : আগের কর্মদিবসের মতো রোববারও (০৮ ডিসেম্বর) পতন হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারে প্রায় আড়াইশত কোম্পানির শেয়ার দর কমেছে। শেয়ার দর বেড়েছে মাত্র ৮৭টির। কোম্পানিগুলোর মধ্যে দুইটি কোম্পানির শেয়ার থেকে বিনিয়োগকারীরা সর্বোচ্চ মুনাফা করেছে।

কোম্পানি দুইটি হলো : মিরাকল ইন্ডাস্ট্রিজ এবং সোনারগাঁও টেক্সটাইল।

মিরাকল ইন্ডাস্ট্রিজ : আগের দিন শেয়ারটির ক্লোজিং দর ছিল ২২ টাকা ৬০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ২৪ টাকা ৮০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর ২ টাকা ২০ পয়সা বা ৯.৭৩ শতাংশ বেড়েছে।

সোনারগাঁও টেক্সটাইল : আগের দিন শেয়ারটির ক্লোজিং দর ছিল ২২ টাকা ৯০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ২৫ টাকা ১০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর ২ টাকা ২০ পয়সা বা ৯.৬১ শতাংশ বেড়েছে।

আজ লেনদেন শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই শেয়ার দুইটির দর সার্কিট ব্রেকারের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। এতে করে শেয়ার দুইটির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়ে যায়। শেয়ার দুইটির দর দিনের সর্বোচ্চ বাড়ার পরও শেয়ার দুইটি কেনার জন্য বিনিয়োগকারীদের আগ্রহ দেখা গেছে। তবে যাদের হাতে শেয়ার দুইটি রয়েছে সেসব বিনিয়োগকারীরা বিক্রি করতে অনাগ্রহ দেখায়। এতে করে কোম্পানি দুইটির শেয়ার থেকে সর্বোচ্চ মুনাফা করে বিনিয়োগকারীরা।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে