ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

পতনেও ভালো মুনাফা দুই শেয়ার বিনিয়োগকারীদের

২০২৪ নভেম্বর ২১ ১৬:০৯:৫৮
পতনেও ভালো মুনাফা দুই শেয়ার বিনিয়োগকারীদের

নিজস্ব প্রতিবেদক : আবারও বড় পতন শেয়ারবাজারে। বৃহস্পতিবার শেয়ারবাজারের অধিকাংশ কোম্পানির শেয়ার দর কমেছে। গুটি কয়েক কোম্পানির শেয়ার দর বেড়েছে। এর মধ্যে দুই কোম্পানির বিনিয়োগকারীদের মুনাফা সর্বোচ্চ বেড়েছে।

কোম্পানি দুইটি হলো : জুট স্পিনার্স এবং তুংহাই নিটিং।

জুট স্পিনার্স : আগের দিন কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ২৬৩ টাকা ২০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ২৪৩ টাকা ৬০ পয়সা। অর্থাৎ শেয়ারটির দর ১৯ টাকা ৬০ পয়সা বা ৮.৭৫ শতাংশ বেড়েছে।

তুংহাই নিটিং : আগের দিন কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৩ টাকা ৪০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ৩ টাকা ২০ পয়সা। অর্থাৎ শেয়ারটির দর ২০ পয়সা বা ৬.৬৭ শতাংশ বেড়েছে।

কোম্পানি দুইটির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সর্বোচ্চ। এর কারণে লেনদেন শুরুর কিছুক্ষণ পরই শেয়ার দুইটি থেকে বিক্রেতা হারিয়ে যায়। শেয়ার দুইটি কেনার জন্য বিনিয়োগকারীদের আগ্রহ ছিল। তবে হাতে থাকা শেয়ার বিক্রি করতে আগ্রহ দেখায়নি বিনিয়োগকারীরা। তবে সর্বোচ্চ দর পেয়ে কিছু বিনিয়োগকারী সামান্য কিছু শেয়ার বিক্রি করলেও অধিকাংশ বিনিয়োগকারী মুনাফার আশায় শেয়ারগুলো হাত ছাড়া করেনি।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে