ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

ধারাবাহিক মুনাফায় বিকাশ

২০২৪ নভেম্বর ০৩ ১৭:১৯:২২
ধারাবাহিক মুনাফায় বিকাশ

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১৩ বছর পুঞ্জিভুত লোকসানে থাকলে শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংকের সহযোগি প্রতিষ্ঠান বিকাশ চলতি বছরের তিন প্রান্তিকে ধারাবাহিকভাবে মুনাফা করেছে।

জানা যায়, চলতি বছরে প্রথম তিন মাসে (জানুয়ারি-মার্চ) সময়ে প্রতিষ্ঠানটির মুনাফা হয় ১৫ কোটি ৭৮ লাখ টাকা, ছয় মাসে (এপ্রিল-সেপ্টেম্বর) ১৬৪ কোটি ১৪ লাখ টাকা। যা ৯ মাসেও অব্যাহত রয়েছে।

দেখা গেছে, বিকাশের আগের বছরের ৯ মাসে ৩ হাজার ৪৬৭ কোটি ৬১ লাখ টাকার আয় হয়েছিল। যা ২০২৪ সালের ৯ মাসে বেড়ে হয়েছে ৪ হাজার ১২৯ কোটি ৭৭ লাখ টাকার। এ হিসাবে আগের বছরের থেকে ২০২৪ সালের ৯ মাসে আয় বেড়েছে ৬৬২ কোটি ১৬ লাখ টাকার বা ১৯%।

আয়ে এমন উত্থানের উপর ভিত্তি করে ২০২৪ সালের ৯ মাসে বিকাশের নিট মুনাফা হয়েছে ২১৮ কোটি ৩৮ লাখ টাকা। যার পরিমাণ আগের বছরের একই সময়ে হয়েছিল ৮৮ কোটি ১০ লাখ টাকা। এ হিসাবে বছরের ব্যবধানে মুনাফা বেড়েছে ১৩০ কোটি ২৮ লাখ টাকার বা ১৪৮%।

ব্র্যাক ব্যাংকের বিকাশের পাশাপাশি সাবসিডিয়ারি কোম্পানি হিসেবে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ ও ব্র্যাক সজন এক্সচেঞ্জ রয়েছে। এরমধ্যে বিকাশের ৫১% মালিকানা রয়েছে ব্র্যাক ব্যাংকের। এছাড়া ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টসে ৯৯.৯৫%, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজে ৯০%, ব্র্যাক সজন এক্সচেঞ্জে ৯৩.৭৫% মালিকানা রয়েছে। আর সহযোগি কোম্পানি ব্র্যাক আইটি সার্ভিসেসে ৯.৯৯% মালিকানা রয়েছে।

সাবসিডিয়ারি কোম্পানিগুলোর মধ্যে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের আগের বছরের ৯ মাসের ১ কোটি ৭৫ লাখ টাকার মুনাফা ২০২৪ সালের ৯ মাসে লোকসান হয়েছে ৬৯ লাখ টাকা। আর ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টের ২ কোটি ৩২ লাখ টাকার লোকসান বেড়ে হয়েছে ২৩ কোটি ৬০ লাখ টাকা।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে