ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
Sharenews24

মার্কেট মেকারদের সঙ্গে বৈঠকের দিনেও শেয়ারবাজারে চোখ রাঙ্গানি!

২০২৪ সেপ্টেম্বর ৩০ ১৫:২১:০৯
মার্কেট মেকারদের সঙ্গে বৈঠকের দিনেও শেয়ারবাজারে চোখ রাঙ্গানি!

নিজস্ব প্রতিবেদক: এর আগে শেয়ারবাজারে যখনই ধারাবাহিক পতন দেখা দিয়েছিল, নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি শেয়ারবাজারের অংশীজনদের তথা মার্কেট মেকারদের নিয়ে বৈঠকে বসেছে। এতে বৈঠকের দিন এবং তার পরে দুই-একদিন কৃত্রিমভাবে হলেও শেয়ারবাজার ঘুর দাঁড়াতে দেখা গেছে।

এবার অন্তবর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর শেয়ারবাজারে বড় উত্থানের দেখা মিলেছিল। তারপর বিনিয়োগকারীদের মুনাফা তোলার চাপে দেখা যায় মিশ্র প্রবণতা। এরপর বিএসইসি’র নতুন চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পর মিশ্র প্রবণতা রুপ নেয় ধারাবাহিক পতন প্রবণতায়।

এর প্রেক্ষাপটে রাশেদ মাকসুদ কমিশন ঘুনে ধরা শেয়ারবাজার সংস্কারে রোডম্যাপ ঠিক উদ্যোগ গ্রহণ করে। এ লক্ষে আজ বিএসইসি অডিটরিয়ামে অংশীজনদের সঙ্গে সভা ডেকেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থাটি। সভায় উপস্থিত রয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল), সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল), বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম), বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস (বিএএসএম) ও ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের (সিএমএসএফ) শীর্ষ নির্বাহীরা।

শেয়ারবাজারের মার্কেট মেকারদের নিয়ে বিএসইসি’র এতো বড় একটি বৈঠকের দিনে বিনিয়োগকারীরা স্বাভাবিকভাবে আশা করেছিল আজ মার্কেট ইতিবাচক থাকবে। দিনের লেনদেন শুরুও হয়েছিল ইতিবাচক প্রবণতায়। কিন্তু লেনদেনের শুরুতে কিছুটা ইতিবাচক থাকলেও চার ঘন্টারও বেশি সময় বাজারে বড় চোখ রাঙ্গানি দেখেছে বিনিয়োগকারীরা।

এদিন লেনদেনের শুরুর ০৮ মিনিটের মাথায় ডিএসইর প্রধান সূচক প্রায় ২০ পয়েন্ট বেড়ে লেনদেন হয়। এরপর বেলা ১১টায় যখন বিএসইতে মার্কেট মেকারদের সঙ্গে বৈঠক শুরু হতে থাকে, এর কিছুক্ষণ পর ডিএসইর সূচক আগের দিনের চেয়ে ২০ পয়েন্ট কমে যায়।

তারপর বেলা ১২ টা ১৮ মিনিটে সূচকের আরও অবনতি হয়। এ সময়ে সূচক কমে দাঁড়ায় প্রায় ৪০ পয়েন্টে। এরপর দিনভর ওঠা-নামার মধ্যে বাজার অতিক্রম করে শেষবেলায় ডিএসইর সূচকের পতন থামে সাড়ে ৩৩ পয়েন্টে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, খন্দদার রাশেদ মাকসুদ বিএসইসি’র চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণের পর থেকেই একটি বড় গ্রুপ বাজারকে অস্থির করার পাঁয়তারায় লিপ্ত হয়। তাদের সেল প্রেসারে বাজার একদিন ইতিবাচক থাকলে তিনদিনই নেতিবাচক প্রবণতায় থাকছে।

এছাড়া, বিএসইসির চেয়ারম্যান ইতিবাচক কোন উদ্যোগ গ্রহণ করলেই বাজারে নতুন করে নেতিবাচক অবস্থা তৈরি করার চেষ্টা হয়। আজও তেমনি শেয়ারবাজার সংস্কারে রোডম্যাপ তৈরি করার রাশেদ মাকসুদের ভালো একটি ইতিবাচক উদ্যোগের দিনেও সালমান রহমান ও শিবলী রুবাইয়াতের প্রেতাত্মারা বাজারে বিধ্বংসী তৎপরতা চালিয়েছে। যে কারণে আজ বাজার আবশ্যিকভাবে ইতিবাচক থাকার কথা থাকলেও রোড জোনের দেয়ালে বন্দী হয়েছে দেশের শেয়ারবাজার।

সোমবারের বাজার পর্যালোচনা

আজ ডিএসই’র মূল্যসূচক ৩৩.৬১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬২৪ পয়েন্টে। আগেরদিন ডিএসইর সূচক বেড়েছিল ১৯ পয়েন্ট।

অন্য দুই সূচকের মধ্যে ডিএসই’র শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৬.৪৬ পয়েন্ট কমে আর ‘ডিএস-৩০’ সূচক ১১.৫৯ পয়েন্ট কমে যথাক্রমে ১ হাজার ২৬৪ ও ২ হাজার ৫১ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৫০৩ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন হয়েছিল ৪৮১ কোটি ৩২ লাখ টাকার। আজ লেনদেন বেড়েছে ২২ কোটি ৫৮ লাখ টাকার বা ৫ শতাংশ।

ডিএসইতে আজ লেনদেন হওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৫৭টির বা ৩৯.৭৫ শতাংশের, কমেছে ১৯৬টির বা ৪৯.৬২ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪২টির বা ১০.৬৩ শতাংশের।

অপর শেয়ারবাজার সিএসইতে আজ ১৭ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৬টির, কমেছে ১৩৭টির এবং পরিবর্তন হয়নি ২৫টির।

আজ সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৬৫৭ পয়েন্টে।

এএসএম/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে