ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

ইতিবাচক বাজারেও নেতিবাচক প্রবণতায় বেশিরভাগ প্রতিষ্ঠান

২০২৪ সেপ্টেম্বর ২৯ ১৫:২৯:৩৩
ইতিবাচক বাজারেও নেতিবাচক প্রবণতায় বেশিরভাগ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: ২৮ কোম্পানিকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরের খবরে সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার শেয়ারবাজারে বড় পতন দেখা দিয়েছিল। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছিল ৯৭ পয়েন্টের বেশি। এতে পরের দুই দিন বিনিয়োগকারীদের কয়েকটি গ্রুপ বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগ ও নানা দাবি নিয়ে সোচ্চার ছিল।

আজ সপ্তাহের প্রথম কর্মদিবস রোববারও নেতিবাচক প্রবণতায় বাজারে লেনদেন শুরু হয়। শুরুতেই ডিএসইর প্রধান সূচক ১৯ পয়েন্টের বেশি নেমে যায়। তারপর বাজার ঘুরতে থাকে। লেনদেনের ১ ঘন্টা ১০ মিনিটের মাথায় ডিএসইর সূচক ৫৭ পয়েন্ট বেড়ে লেনদেন হতে দেখা যায়। তারপর মুনাফা তোলার চাপে সূচক নামতে থাকে।

এরপর দিনভর ওঠানামার মধ্যে লেনদেন চলতে দেখা যায়। তবে সূচক আর আগের দিনের নিচে নামেনি। শেষবেলায় সূচকের উত্থান স্থির হয় প্রায় ১৯ পয়েন্টে। তবে সূচকের উত্থান হলেও লেনদেন আগের দিনের চেয়ে কমে যায়।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, শেয়ারবাজারের সংস্কার ও উন্নয়নের রোডম্যাপ ঠিক করতে স্টকহোল্ডার ও অংশীজনদের সঙ্গে আগামীকাল ৩০ সেপ্টেম্বর বৈঠকে বসছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। দুদিন ব্যাপী এ বৈঠকে শেয়ারবাজারের সংস্কার ও উন্নয়নের রোডম্যাপ ঠিক করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এ পর্যায়ে বড় ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বিএসইসির সংস্কারের রোডম্যাপ প্রক্রিয়া পর্যবেক্ষণ করছেন। যে কারণে আজ বাজার ইতিবাচক হলেও লেনদেন ইতিবাচক ছিল না। বড় ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা আজ বাজারে বাই-ও করেছেন কম, সেলও করেছেন কম।

বাজার বিশ্লেষকদের মতে, আগামী দুই কর্মদিবস বাজার ইতিবাচক থাকলেও তেমন গতিশীলতা দেখা নাও যেতে পারে। কারণ আগামী দুদিনও বড় ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা পর্যবেক্ষণ মুডে থাকবেন। তবে দুদিন পর বাজারের নতুন গতি দেখা যেতে পারে বলে তাঁরা আশা করছেন।

রোববারের বাজার পর্যালোচনা

আজ রোববার (২৯ সেপ্টেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৮. ৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৫৮ পয়েন্টে।অন্য দুই সূচকের মধ্যে ‘ডিএসইএস’ ৯. ১৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৭১ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২.কমে ২ হাজার ৬২ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৪৮১ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৫৩০ কোটি ৮৫ লাখ টাকার।

ডিএসইতে আজ মোট ৩৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫৩টির, কমেছে ২০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির।

অপর শেয়ারবাজার সিএসইতে আজ ৮ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৫টির, কমেছে ১১৪ টির এবং পরিবর্তন হয়নি ১৭টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৬৬ পয়েন্টে।

এএসএম/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে