ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

শেয়ারবাজারে যত বড় পতন, প্রভাব তার চেয়েও বড়

২০২৪ সেপ্টেম্বর ২৫ ১৫:১২:৩৮
শেয়ারবাজারে যত বড় পতন, প্রভাব তার চেয়েও বড়

নিজস্ব প্রতিবেদক: গত কয়েকদিন যাবত দেশের শেয়ারবাজারের লেনদেন শুরু হয় বড় উত্থান প্রবণতায়, কিন্তু বেশিরভাগ দিনই লেনদেন শেষ হয় নেতিবাচক প্রবণতায়।

এর মধ্যে দু’একদিন সূচকের উত্থান দেখা গেলেও তা থাকে কেবল নামেমাত্র। এছাড়া, উত্থানের দিনগুলোতেও যে পরিমাণ প্রতিষ্ঠানের দাম বাড়ে, তার চেয়ে দ্বিগুণ-তিনগুণ প্রতিষ্ঠানের দাম কমে যায়। যার কারণে বিনিয়োগকারীদের মধ্যে অস্থিরতা বাড়ছে, বৈ কমছে না।

আজ সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার একই ধারাবাহিকতায় উভয় বাজারে উত্থান প্রবণতায় লেনদেন শুরু হয়। এদিন লেনদেনের প্রথম ঘন্টায় সূচকের বেশ চাঙ্গাভাব দেখা যায়। এ সময়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ৬১ পয়েন্ট বেড়ে লেনদেন হয়।

তারপর থেকেই দেখা যায় ধারাবাহিক পতন। বাজার আর সামনে এগুতে পারেনি। কেবল নিচেই নেমেছে। শেষবেলায় সূচক বড় পতনের বৃত্তে পড়ে যায়।

এদিন ডিএসইতে যে পরিমাণ প্রতিষ্ঠানের দাম বেড়েছে,তার চেয়ে সাড়ে ১২ গুণ বেশি প্রতিষ্ঠানের দাম কমেছে। আজ ডিএসইতে দাম বেড়েছে মাত্র ২৮টি প্রতিষ্ঠানের। বিপরীতে দাম কমেছে ৩৫৫ প্রতিষ্ঠানের এবং দাম বদলায়নি ১৪টির।

এদিন ইসলামী ব্যাংক ছাড়া অন্য কোন কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীদের তেমন ক্রেজ দেখা যায়নি। তবে এ শেয়ারটি যেভাবে বাড়ছে, তাতে বাজার সংশ্লিষ্টরা সন্দেহের অভিযোগ তুলছেন।

পরিশোধিত মূলধন ১৬১০ কোটি টাকার বিপরীতে ইসলামী ব্যাংকটির প্রায় ৭৫ হাজার কোটি টাকা লুট করেছে এস আলম গ্রুপ। এতো বড় ক্ষতি কতদিনে ব্যাংকটি কাটাতে পারবে-এ নিয়ে রয়েছে সংশ্লিষ্টদের বড় শঙ্কা। এ বিষয়টি বিনিয়োগকারীদের মাথায়ও রাখতে হবে।

অন্যদিকে, আজ এক ডজনের বেশি কোম্পানির শেয়ার সর্বনিম্ন দামে লেনদেন হয়ে ক্রেতাশুন্য হয়ে যায়। এছাড়া, আরও প্রায় দু’ডজন কোম্পানির শেয়ার ক্রেতাশুন্যতার কিনারায় লেনদেন হয়। যার কারণে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরণের অশনি সংকেত দেখা দেয়।

বাজারের এমন বেহাল অবস্থার জন্য বিনিয়োগকারীরা নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির দিকে এখন আঙ্গুল তুলছেন। তারা বলছেন, এতদিন যারা শেয়ারবাজারে অন্যায়, অনিয়ম ও লুটপাট করেছেন, তাদের বিরুদ্ধে প্রতিদিনই অ্যাকশন নিচ্ছে বিএসইসি। কিন্তু বাজার ঠিক করার বিকল্প কৌশল নির্ধারণ না করে কেবল তাদের শায়েস্তা করলে তারা বাজারকে আরও অস্থির করে তুলবে। কারণ বাজারে তারাই এখনো নিয়ামক শক্তি। তাই তাদেরকে প্রতিদিন শাস্তির বৃত্তে আবদ্ধ রেখে বাজারকে কোনভাবেই ঠিক রাখা যাবে না। বিএসইসির কর্মকর্তাদের এ বাস্তবতা অবশ্যই মাথায় রাখতে হবে।

বুধবারের বাজার পর্যালোচনা

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৩৭ পয়েন্টে। আগেরদিন সূচক বেড়েছিল ১৮ পয়েন্ট।

এদিন ডিএসইতে ৭৯৬ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৭১৮ কোটি ৬৩ লাখ টাকার। আজ লেনদেন বেড়েছে ৭৮ কোটি ৩০ লাখ টাকার বা ১১ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৮ টির বা ৭.০৫ শতাংশের, কমেছে ৩৫৫টির বা ৮৯.৪২ শতাংশের এবং পরিবর্তন হয়নি ১৪টির বা ৩.৫২ শতাংশের।

অপর শেয়ারবাজার সিএসইতে আজ ১৮ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩০টির, কমেছে ১৯০টির এবং পরিবর্তন হয়নি ১৪টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭৪ পয়েন্ট কমে দাঁডিয়েছে ১৬ হাজার ০১ পয়েন্টে।

এএসএম/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে