ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

উত্থানের বাজারেও দ্বিগুণের বেশি কোম্পানির দরপতন

২০২৪ সেপ্টেম্বর ২৩ ১৫:১৭:০৭
উত্থানের বাজারেও দ্বিগুণের বেশি কোম্পানির দরপতন

নিজস্ব প্রতিবেদক: আগেরদিন শেয়ারবাজার সামান্য পতনে ছিল। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১০৯টি প্রতিষ্ঠানের দর বেড়েছে। বিপরীতে দর কমেছে ২৩৩টি প্রতিষ্ঠানের।

আজ সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ডিএসইর সূচক বেড়েছে ২৫ পয়েন্টের বেশি। কিন্তু দর বেড়েছে ১১২টি প্রতিষ্ঠানের। বিপরীতে কমেছে ২৩৭টির।

এতে দেখা যায়, আজ সূচকের উত্থান হলেও আগেরদিনের মতো পতনে থাকা কোম্পানির কোন পরিবর্তন হয়নি। এদিকে আজ সূচকের উত্থান হলেও লেনদেনের কোন পরিবর্তন হয়নি। আগের দিন লেনদেন ছিল ৬৭৫ কোটি টাকার। আজও লেনদেন হয়েছে ৬৭৫ কোটি টাকার মতো।

তবে আশার কথা হচ্ছে দর বাড়ার চেয়ে দ্বিগুন কোম্পানির পতনেও বেড়েছে সূচক। এই রকম পরিস্থিতি অব্যাহত থাকলে বাজার ধীরে ধীরে তার কাঙ্খিত লক্ষ্যে অচিরেই পৌঁছে যাবে।

বাজার বিশ্লেষকরা বলছেন, মৌলভিত্তি সম্পন্ন কোম্পানিগুলোর শেয়ার দর ক্রমাগত বাড়ছে। এসব কোম্পানির প্রতি প্রাতিষ্ঠানিকদের পাশাপাশি সাধারণ বিনিয়োগকারীদেরও আগ্রহ বাড়ছে। যার ফলশ্রুতিতে কম সংখ্যক কোম্পানির দর বাড়লেও বাজার ইতিবাচক প্রবণতা বিরাজ করছে। এটা বাজারের জন্য ভালো লক্ষণ বলে মনে করছেন তাঁরা।

সোমবারের বাজার পর্যায়লোচনা

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৫.৪১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৬০ পয়েন্টে। আগেরদিন সূচক কমেছিল ০.২৯ পয়েন্ট। অন্য দুই সূচকের মধ্যে শরীয়াহ্ সূচক ডিএসইএস ১০.৩৪ পয়েন্ট বেড়েছে এবং ডিএস৩০ সূচক ২.১৬ পয়েন্ট বেড়েছে।

ডিএসইতে আজ মোট ৬৭৪ কোটি ৩৮ লাখ টাকা শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন লেনদেন হয়েছিল ৬৭৫ কোটি ৭৩ লাখ টাকার। এই হিসাবে লেনদেন কমেছে ১ কোটি ৩৫ লাখ টাকার বা ০.২০ শতাংশ।

ডিএসইতে আজ লেনদেন হওয়া ৩৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১১২টির বা ২৮.১৪ শতাংশের, কমেছে ২৩৭টির বা ৫৯.৫৪ শতাংশের এবং পরিবর্তন হয়নি ৪৯টির বা ১২.৩১ শতাংশের।

অপর শেয়ারবাজার সিএসইতে আজ ১১ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৮টির, কমেছে ১৩৬টির এবং পরিবর্তন হয়নি ২৬টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২.০৬ পয়েন্ট কমে দাঁডিয়েছে ১৬ হাজার ১৮৬ পয়েন্টে।

এএসএম/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে