ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

আতঙ্ক দিয়ে শুরু হলেও প্রত্যাশায় সপ্তাহ পার

২০২৪ সেপ্টেম্বর ১২ ১৫:২৪:০৬
আতঙ্ক দিয়ে শুরু হলেও প্রত্যাশায় সপ্তাহ পার

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বড় আতঙ্ক দেখা গেছে। এদিন ডিএসইর সূচক কমে যায় প্রায় ৫০ পয়েন্ট।

পরেরদিন সোমবারও শেয়ারবাজারে আতঙ্ক অব্যাহত থাকে। এদিনও ডিএসইর সূচক উধাও হয়ে যায় আরও প্রায় ৫০ পয়েন্ট।

দুদিন পতনের সেঞ্চুরি হাঁকিয়ে তৃতীয় কর্মদিবস মঙ্গলবার বিনিয়োগকারীদের কিছুটা স্বস্তি দেয়। এদিন ডিএসইর সূচক বাড়ে ৭৩ পয়েন্টের বেশি। এরপর গতকাল বুধবার ডিএসইর সূচক বাড়ে আরও সাড়ে ১১ পয়েন্ট। আজ বৃহস্পতিবার আরও যোগ হয়েছে সাড়ে ১২ পয়েন্ট।

এতে দেখা যায়, সপ্তাহের প্রথম দুদিন ডিএসইর সূচক কমেছিল প্রায় ১০০ পয়েন্ট। বিপরীতে পরের তিন কর্মদিবসে সূচক ফিরেছে ৯৭ পয়েন্টের বেশি। পাঁচ দিনের লেনদেনে ডিএসইর সূচক ২ পয়েন্টের বেশি কমলেও সপ্তাহশেষে বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে। কারণ শেষ কর্মদিবসে সূচক যেমন ইতিবাচক ছিল, লেনদেনও তেমন ঊর্ধ্বমুখী ছিল।

বৃহস্পতিবারের বাজার পর্যালোচনা

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২.৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭২৬ পয়েন্টে। আগেরদিন ডিএসইর সূচক বেড়েছিল সাড়ে ১১ পয়েন্ট।

এদিন ডিএসইতে ৭৩৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদিন হয়েছিল ৬২৫ কোটি ১৬ লাখ টাকা। আজ লেনদেন বেড়েছে ১০৮ কোটি ২৪ লাখ বা ১৭ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৫৮টির বা ৩৯.৭৯ শতাংশের, কমেছে ১৮১টির বা ৪৫.৫৯ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫৮টির বা ১৪.৬০ শতাংশের।

অপর শেয়ারবাজার সিএসইতে আজ ৯ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৮টির, কমেছে ১০২টির এবং পরিবর্তন হয়নি ৩১টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ১৪২ পয়েন্টে।

এএসএম/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে