ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

শেয়ারবাজারে পতনের চেয়ে প্রভাবের পরিমাণ বেশি

২০২৪ সেপ্টেম্বর ০৫ ১৫:১২:৪২
শেয়ারবাজারে পতনের চেয়ে প্রভাবের পরিমাণ বেশি

নিজস্ব প্রতিবেদক: চলতি সপ্তাহের শুরুর দিন বাদে বাকি চারদিনই শেয়ারবাজারে পতন হয়েছে। এই চারদিনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ১০১ পয়েন্ট।

তবে আগের তিন দিনের তুলনায় আজ বৃহস্পতিবার সূচকের পতন কম হয়েছে। আজ ডিএসইর সূচক কমেছে সাড়ে ১০ পয়েন্টের কম। কিন্তু পতন কম হলেও এদিন প্রভাব দেখা গেছে অনেক বেশি। আজ যে পরিমাণ প্রতিষ্ঠানের দর বেড়েছে, তার চেয়ে আড়াই গুণের বেশি প্রতিষ্ঠানের দর কমেছে। আজ ডিএসইতে দর বেড়েছে ৯৮টি প্রতিষ্ঠানের। বিপরীতে দর কমেছে ২৫০ প্রতিষ্ঠানের।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ লেনদেন শুরু হয়েছিল ইতিবাচক প্রবণতায়। শুরুতে ডিএসইর সূচক ১৭ পয়েন্ট বেড়ে লেনদেন হয়। এরপর ৩৪ মিনিটের মাথায় সূচক ২৭ পয়েন্ট হারিয়ে লেনদেন হয়। তারপর বেলা ১১টা ১২ মিনিটে এবং ১১টা ৫৩ মিনিটে সূচক ১৫ পয়েন্টের বেশি বেড়ে লেনদেন হয়। কিন্তু তা বেশিক্ষণ টিকতে পারেনি। দুপুর ১টা ২৯ মিনিটে ডিএসইর সূচক ৩৫ পয়েন্ট নেমে যায়। এরপর ওঠা-নামার মধ্যে চলতে থাকে লেনদেন। শেষভাগে ২টার পর সূচকের পতন কিছুটা কমতে থাকে। যা শেষ বেলায় প্রায় সাড়ে ১০ পয়েন্টে স্থির হয়।

বৃহস্পতিবারের বাজার পর্যালোচনা

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৭২৯ পয়েন্টে। আগেরদিন ডিএসইর সূচক কমেছিল ৪৭ পয়েন্ট।

এদিন ডিএসইতে ৬৭৪ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৫৯৩ কোটি ৪৭ লাখ টাকা। আজ লেনদেন বেড়েছে ৮১ কোটি ৪৪ লাখ টাকার বা ১৪ শতাংশ।

ডিএসইতে আজ লেনদেন হওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৯৮টির বা ২৪.৮১ শতাংশের, কমেছে ২৫০টির বা ৬৩.২৯ শতাংশের এবং দর পরিবর্তন হয়নি ৪৭টির বা ১১.৮৯ শতাংশের।

অপর শেয়ারবাজার সিএসইতে আজ ৭ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৪টির, কমেছে ১২৬টির এবং পরিবর্তন হয়নি ২৫টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬০ পয়েন্ট কমে দাঁডিয়েছে ১৬ হাজার ৩৭৯ পয়েন্টে।

এএসএম/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে