ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
Sharenews24

নতুন রাষ্ট্র সংস্কারে প্রবাসীরা অবদান রাখতে চান

২০২৪ আগস্ট ২৭ ২১:৫০:৪৫
নতুন রাষ্ট্র সংস্কারে প্রবাসীরা অবদান রাখতে চান

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার দুর্বার আন্দোলনের ফলে গঠিত নতুন সরকারকে সামগ্রিক কার্যক্রম সম্পন্ন করতে পর্যাপ্ত সময় দেওয়ার ব্যাপারে মতামত ব্যক্ত করেছেন লন্ডন প্রবাসীরা।

প্রবাসী বাংলাদেশিরা অন্তবর্তী সরকারের পরিচালনায় নতুন রাষ্ট্র সংস্কারে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন।

সেন্টার ফর এনআরবির উদ্যোগে সোমবার (২৬ আগস্ট) লন্ডনের স্থানীয় একটি হোটেলে ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ ২০২৪ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রবাসীরা।

ওয়ার্ল্ড কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের স্পিকার বাংলাদেশি বংশোদ্ভূত ব্যারিস্টার সাইফউদ্দিন খালেদ।

প্রবাসীরা দেশে প্রবাসীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নতুন সরকারের প্রতি আহ্বান জানান।

পাশাপাশি প্রবাসীরা পাওয়ার অফ অ্যাটর্নি জটিলতা নিরসনে এবং এনআইডি কার্ড প্রাপ্তির সুবিধার্থে নতুন সরকারের প্রতি আহ্বান জানান।

এএসএম/

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে