ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

এক মাসের ব্যবধানে

ভালো মুনাফায় ‘বি’ গ্রুপের ৯ কোম্পানির বিনিয়োগকারীরা

২০২৪ আগস্ট ০৩ ১২:১১:৩৮
ভালো মুনাফায় ‘বি’ গ্রুপের ৯ কোম্পানির বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের জুলাই মাসে শেয়ারবাজারে তালিকাভুক্ত ‘বি’ গ্রুপের ৯ কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীরা ভালো মুনাফা পেয়েছে। এক মাসের ব্যবধানে কোম্পানিগুলোর শেয়ারে বিনিয়োগকারীরা মুনাফা পেয়েছেন ২০ শতাংশ থেকে ৩৬ শতাংশ পর্যন্ত।

তবে দীর্ঘমেয়াদের বিনিয়োগকারীরা কোম্পানিগুলোর শেয়ারে বিনিয়োগ করে লোকসানে রয়েছেন। কোম্পানিগুলোর শেয়ারে যারা দীর্ঘ মেয়াদে বিনিয়োগ করেছেন, তারা অনেকে শতভাগের বেশি লোকসানে রয়েছেন।

গত জুলাই মাসে অর্থাৎ এক মাসের ব্যবধানে শীর্ষ মুনাফায় থাকা কোম্পানিগুলো হলো-মিডল্যান্ড ব্যাংক, দেশবন্ধু পলিমার, অগ্নি সিস্টেম, ইউনাইটেড ফাইন্যান্স, লিবরা ইনফিউশন, সানলাইফ ইন্সুরেন্স, সিলকো ফার্মা, মিরাকল ইন্ডাষ্ট্রিজ ও ফার কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড। স্টকনাও সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি মুনাফা পেয়েছেন মিডল্যান্ড ব্যাংকের বিনিয়োগকারীরা। এক মাসের ব্যবধানে কোম্পানিটির বিনিয়োগকারীরা মুনাফা পেয়েছেন ৩৬.০৯ শতাংশ।

এরপর দেশবন্ধু পলিমারের বিনিয়োগকারীরা মুনাফা পেয়েছেন ২৯.৩২ শতাংশ, অগ্নি সিস্টেমের ২৮.৯৫ শতাংশ, ইউনাইটেড ফাইন্যান্সের ২৬.৫৩ শতাংশ, লিবরা ইনফিউশনের ২৪.১৮ শতাংশ, সানলাইফ ইন্সুরেন্সের ২২.৭৯ শতাংশ, সিলকো ফার্মার ২১.৮৪ শতাংশ, মিরাকল ইন্ডাষ্ট্রিজের ২১.১৫ শতাংশ ও ফার কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজের ২০ শতাংশ।

এএসএম/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে