ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

উত্থান-পতন সমীকরণের মাঝেই দেশের শেয়ারবাজার

২০২৪ জুলাই ৩১ ১৫:১৭:১১
উত্থান-পতন সমীকরণের মাঝেই দেশের শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক : তিনদিন শেয়ারবাজারে বড় পতন দেখিয়ে আজ চতুর্থ দিনে ইতিবাচক প্রবণতায় টার্ন নেয় দেশের শেয়ারবাজার। গত তিন দিনের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সুচক উধাও হয়ে যায় ১৪৪ পয়েন্ট। এদিন লেনদেনের ২০ মিনিটের মাথায় ডিএসইর সূচক ৫০ পয়েন্ট বেড়ে লেনদেন হয়। তারপর যথানিয়মে পেছনে ফেরা।

বেলা ১২টার কিছু আগে ডিএসইর সূচক যেখানে ৫০ পয়েন্ট বেড়ে লেনদেন হচ্ছিল, সেখানে ১৬ পয়েন্টের বেশি কমে যায়। এই সময়ে বিনিয়োগকারীদের মধ্যে অজানা আতঙ্ক বিরাজ করতে থাকে।

তারপর দিনভর ইতিবাচক-নেতিবাচক অবস্থায় ঘুরাঘুরি করে সুচক। শেষ বেলায় ডিএসইর সূচক প্রায় ১১ পয়েন্ট বেড়ে উত্থান-পতনের সমীকরণ শেষ হয়।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, আজ লেনদেনের শেষভাগে ১৪ দিন বন্ধ থাকার পর ফেসবুক-টিকটকসহ সব সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেওয়া হয়। এতে বুঝা যায়, দেশের সার্বিক পরিস্থিতি উন্নতি হচ্ছে। যার ফলে আগামীকাল থেকে বাজার ইতিবাচক অবস্থানের দিকে অগ্রসর হতে পারে।

বুধবারের বাজার পর্যালোচনা

আজ বুধবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫২৮০ পয়েন্টে। আগেরদিন কমেছিল ৬১ পয়েন্ট।

আজ ডিএসইতে ৪৭০ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪৩২ কোটি ৭০ লাখ টাকার। লেনদেন বেড়েছে ৩৭ কোটি ৮৯ লাখ টাকার বা ৯ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৭১টি বা ৪৩ শতাংশের। আর দর কমেছে ১৬৩টি বা ৪১ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬৩টি বা ১৬ শতাংশের।

এএসএম/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে